আমাদের কথা খুঁজে নিন

   

এবছরই সব বেসরকারি প্রাইমারি স্কুল সরকারি হবে

মাঝে মাঝে মনে হয় ওই দূর আকাশে ভেসে যেতে পারতাম, তাহলে আর ফিরতাম না।

চলতি বছরের মধ্যে দেশের সব বেসরকারি প্রাইমারি স্কুল সরকারি করা হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা ড. মহীউদ্দীন খান আলমগীর এ কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। নতুন শিক্ষানীতিতে সর্বজনীন প্রাথমিক শিক্ষাকে একই মানের শিক্ষায় পরিণত করার কথা বলা হয়েছে।

বুধবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে বিভাগীয় শিক্ষক সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিগত সময়ে শিক্ষার নামে স্বাধীনতার বিরুদ্ধে, নৈতিক মূল্যবোধের বিরুদ্ধে ব্যাপক প্রচার চালানো হয়েছে। দেশের গ্রামগঞ্জে তালেবানি শিক্ষার মতো শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে কলুষিত করা করেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রকৃত শিক্ষা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য তিনি শিক্ষকদের প্রতি শ্রেণীকক্ষে সঠিক শিক্ষাদানের আহবান জানান।

বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি ফরিদুল হকের সভাপতিত্বে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মেরাজ উদ্দিন মোল্লা, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী। এছাড়াও সংগঠনের মহাসচিব মুনসুর আলী, কলেজ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।