আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে সেলিব্রেটি ফ্রেন্ড


প্রায় বিগত এক কি দেড় সপ্তাহ ধরে খেয়াল করছি যে ফেসবুক যাদেরকে আমার ফ্রেন্ড বানাতে সাজেষ্ট করছে তারা সবাই সেলিব্রেটি। এবং আরো মজার কথা এরা মোটামুটি সবাই বাংলাদেশের সেলিব্রেটি। প্রথমেই আমার খটকা লাগে যে কেন হঠাৎ প্রায় সকল বাংলাদেশের সেলিব্রেটিদেরকে ফ্রেন্ড করার সাজেশন করছে? আমরা সবাই কম বেশি জানি যে মিথ্যা ছবি দিয়ে প্রোফাইল বানিয়ে অনেক প্রতারণা আগে অনেক হয়েছে। যাই হোক, আমি তবুও কয়েকজনকে বন্ধু হিসাবে যোগ করার আবেদন করি। প্রথমে করি অভিনেতা আফজাল হোসেনকে ও বিবি রাসেলকে।

মজার কথা এরা উভয়েই প্রায় সামান্য সময়ের ব্যবধানে আমাকে তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে। তখনি আমার সন্দেহটা আরো বাড়ে। (যদিও এটাই প্রমান করেনা) তারপর আরো কিছু সাজেষ্টেড্‌ সেলিব্রেটিকে বন্ধু বানাবার আবেদন করি এবং একে একে ওরাও আমাকে গ্রহন করে। আমার সন্দেহ বাড়তেই থাকে। আজ একটু সময় নিয়ে বিক্ষিপ্তভাবে কিছু পুরুষ ও কিছু মেয়ে সেলিব্রটির ওয়াল পর্যবেক্ষন করি।

মোটামুটি খেয়াল করে দেখলাম ওদের প্রায় সবার ওয়ালেই প্রথম তথ্য বিগত আগষ্ট মাস (আগষ্ট ২০১০) থেকে। মানে ধরে নেয়া যায় ওরা সবাই/অনেকেই বিগত আগষ্ট মাস থেকেই কার্যক্রম শুরু করেছে। এখন আর আমার সন্দেহ নাই যে ওরা প্রকৃতজন নয় বরং কেউ বা কাহারা কিছু একটার উদ্দ্যেশ্যে এখন থেকে এই কার্যক্রম শুরু করেছে এবং ভবিষ্যতে কিছু একটা করলে করতেও পারে। আপনাদের কারো কি ভিন্নমত আছে (আমার ধারনা ভুলও হতে পারে)?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.