আমাদের কথা খুঁজে নিন

   

সামিনার নতুন তিন অ্যালবাম

দেশে ফিরেই নতুন তিনটি অ্যালবাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। বেশ পরিশ্রম করছেন তিনি অ্যালবাম তিনটি নিয়ে। এরই মধ্যে জুলফিকার রাসেলের কথায় একটি পূর্ণাঙ্গ অ্যালবামও রয়েছে তালিকায়। এর প্রাথমিক নাম রাখা হয়েছে 'চলো বাঁচি'। এই অ্যালবামের জন্য সুর-সংগীত করছেন নকিব খান ও পিলু খান।

পাশাপাশি থাকছেন কলকাতার রূপঙ্কর, রাঘব ও জয় সরকার। ১০টি গান দিয়ে সাজানো হবে অ্যালবামটি। এতে সামিনা চৌধুরীর সঙ্গে একটি দ্বৈত গান করবেন কলকাতার রূপঙ্কর। এর আগে সামিনার বোন ফাহমিদা নবীর জন্য একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করেছেন জুলফিকার রাসেল। অ্যালবামটি ঈদে প্রকাশ হয়েছে।

এদিকে আরও দুটি একক অ্যালবামের কাজ করছেন সামিনা। আর বাকি দুটি অ্যালবাম হলো 'পুষ্পবৃষ্টি' ও 'ফুল ফোটে ফুল ঝরে-২'। 'পুষ্পবৃষ্টি' অ্যালবামের সব গানের কথা ও সুর করছেন আবদুল বারী। সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার ও ইবরার টিপু। আর 'ফুল ফোটে ফুল ঝরে-২' অ্যালবামে থাকছে সামিনা চৌধুরীর জনপ্রিয় ১০টি গানের রিমেক ভার্সন।

এর সংগীত পরিচালনা করছেন পঞ্চম।

সামিনা চৌধুরী বলেন, 'দেশে ফিরতেই জুলফিকার রাসেল তার কথায় একটি একক অ্যালবাম করার প্রস্তাব দেয়। রাসেল খুব ভালো গান লেখে। তাই তার অ্যালবাম করার জন্য রাজি হয়ে গেলাম। চলতি মাসের ২০ তারিখ থেকে অ্যালবামের গানগুলোর রেকর্ডিং শুরু করব।

দ্রুতগতিতে অ্যালবামের কাজ এগোচ্ছে। তবে কবে প্রকাশ হবে তা এখনো নিশ্চিত নই। আমার মনে হয়, এটি কোরবানি ঈদেই প্রকাশ করা সম্ভব হবে। গানগুলোর কথা চমৎকার। অ্যালবামটি নিয়ে আমি অনেক আশাবাদী।

'

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।