আমাদের কথা খুঁজে নিন

   

সাম্প্রতিক দেখা কিছু নন-হলিউডি মুভিঃ পর্ব-১

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে

ইংরেজী মুভি মূলত: তিন এলাকায় তৈরি হয়ঃ আমেরিকা (হলিউড), ইউকে এবং অস্ট্রেলিয়া। এর মধ্যে অস্ট্রেলিয়া তুলনামূলক ভাবে দুর্বল হলে গড়পড়তা বছরে ১-২ টি ভালো মুভি দিতে পারে । ব্রিটিশ ফিল্ম মানেই একসময় ইংরেজী মুভির মাস্টারপিস বোঝালেও সে সুদিন তাদের আর নেই--জেমস বন্ড, হ্যারিপটার ইত্যাদি সিরিজ আর হঠাৎ হঠাৎ কিছু মাস্টারপিস (যেমন: চিলন্ডেন অব ম্যান, ট্রেইন্সপোটিং বা হালের স্মামডগ মিলিওনেয়ার) উপহার দেয়া ছাড়া তাদেরও সাফল্য কম। এদিকে হলিউডে ভালো ছবির চেয়ে গার্বেজ মুভিই বের হয় বেশি। যদিও প্রচার-প্রসারণা আর মার্কেটিং এর কারণে এইসব মুভি গুলোরই সহজলভ্যতা বেশি।

এসব কারণে গত বেশ কিছুদিন ধরে নন-হলিউডি বেশ কিছু মুভি দেখা হয়েছে। ছোট রিভিউ সহ সেগুলোর প্রথম পর্ব দিলাম আজকে। জাপানি মুভিঃ Zatoichi (2003) আ্যকশন-থ্রিলার ধর্মী দূর্দান্ত মুভি এটি। এক রহস্যময় অন্ধ সামুরাই যোদ্ধা বৃদ্ধ জাটোইচি (মুভিতে আনমা/ইচি নামে পরিচিত বেশি) এর কাহিনী নিয়ে এ মুভি। দুই দল সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ এক গ্রামে এসে একদিন উপস্হিত হয় ইচি।

শখের জুয়া খেলায় ক্রমাগত জিততে থাকলে তাকে জোচ্চার বলায় সে খুন করে সে জুয়াড়ীদলের সবাইকে। সে জুয়া খানার মালিক থাকে সন্ত্রাসী গিনজো গ্যাং। এ ঘটনার পর গিনজো গ্যাংগকে নিশ্চিন্হ করে দেয় তাসহিচি গ্যাং--তাদের সামুরাই যোদ্ধা শিনকিচিকে নিয়ে। এর সাথে মুভির শুরু থেকেই যুক্ত হয় দুই রহস্যময়ী গেইশা (জাপানি মেয়ে সামুরাই যোদ্ধা)। তারা খুজে বেড়াচ্ছে তাদের বাবা-মার হত্যাকারীদের..... চমৎকার থ্রিলার আর আ্যকশন-ড্রামা আছে মুভিটিতে।

আইএমডিবির রেটিং ৭.৬। মুভিটির শেষে দুটো প্রশ্ন আসবে মনে: আনমা কি আসলেই অন্ধ? আর কুচোনাওয়া গ্যাংয়ের দলনেতা কে? ডাউনলোড লিংক কোরিয়ান মুভিঃ Memories of Murder (2003) সত্য ঘটনা অবলম্বনে চমৎকার এক থ্রিলার মুভি এটি। মূল ঘটনা এক সিরিয়াল কিলারকে নিয়ে: বৃষ্টির রাতে নির্জন রাস্তায় চলাচলকারী মেয়েদের ধরে ধর্ষণের পর হত্যা করতো এই খুনী। তদন্তের দায়িত্ব পায় বাংলাদেশের গোয়েন্দাদের মত দুই গোয়েন্দা। এরা জজ মিয়ার পর এরে-তারে ধরে শুধু স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করে।

তাদের সহায়তা করতে সিউল থেকে আসে বুদ্ধিমান এক গোয়েন্দা। সন্দেহভাজনদের ধরে এগোতে থাকে তারা...কিন্তু খুনীকে ধরা সম্ভব হয় না তাদের পক্ষে। খুন গুলো ১৯৮৬-১৯৯১ হলেও পুলিশ এখনও তদন্ত করে যাচ্ছে এইসব খুনের ঘটনা। দারুণ সিনেমাটোগ্রাফি একটি বড় পাওনা এই মুভির। এই মুভির সাথে বেশ মিল পাওয়া যাবে সাড়া যাওয়া মুভি জোডিয়াকের ।

৮.১ রেটিং এর এই মুভিটিতে অনলাইনে দু'খন্ডে পাওয়া যাবেঃ পর্ব-১ | পর্ব-২ জাপানি মুভিঃ Rashômon (1950) আকিরা কুরসাওয়ার মাস্টারপিস। এক সামুরাই যোদ্ধা স্ত্রী সহ ভ্রমণ করার সময় এক ডাকাতের হাতে নিহত হয়। পুলিশ সেই ডাকাতকে ধরে। আদালতে ডাকাত ঘটনার বর্ণনা দেয়। কিন্তু নিহতের স্ত্রী ঘটনা বর্ণনা করে সম্পূর্ণ ভিন্নভাবে।

এ সময় এক আধ্যাত্মিক ব্যক্তির সাহায্যে নিহতের আত্মাকে ডেকে আনা হয়। সে আবার ঘটনা বর্ণনা করে বাকী দু'জনের চেয়ে আলাদা! আসলে কি হয়েছিল? কিভাবে খুন হলো সে সামুরাই। মুভিটি একটু স্লো মনে হতে পারে, কিন্তু জীবনবোধের এরকম চমৎকার মুভি খুব কমই তৈরি হয়েছে। ডাউনলোড লিংক বোনাসঃ স্টেজভ্যুতে আমার আপলোড করা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মুভিটি। নন-হলিউডি এই মুভিটি আমার এখনও দেখা হয় নি।

বৌয়ের সাথে দেখবো বলে (আর বৌ এখনও সময় করতে পারে নি বলে!) চলবে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.