আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের ডিজিটাল স্কোর বোর্ড। লজ্জাজনক ব্যপার হয়ে দাঁডিয়েছে।

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......

গতকাল বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডে মধ্যকার ৫ম ও শেষ ওডিআই ম্যাচটি সরাসরি দেখতে স্টেডিয়াম গিয়েছিলাম। গতকাল খেলাটা দেখে খুব ভালোই আনন্দ পেলাম। বাংলাদেশ নিউজিল্যান্ডকে ৪-০ তে হোয়াইটওয়াশ করাতে। কিন্তু তার চেযে একটু বেশি হতাশ হলাম স্টেডিয়ামের ডিজিটাল বোর্ড দেখে। স্কোর বোর্ডের শব্দগুলো এতই বড় যে ভিআইপি, ক্লাবহাউজ এবং কি পূর্ব পাশের ওপেন গ্যালারি থেকেও খালি চোখে দেখা যাওয়া মুশকিল।

মাঝে মাঝে আবার ফুটো হয়ে যায়। মাঠে বল করে ইলিয়ট আর স্কোর বোর্ডে ভেট্রোরি। মাঠে চার মারে নাফিজ আর স্কোর বোর্ডে কায়েস। মাঠে ওভার চলে ১৭.৩ আর স্কোর বোর্ডে ১৮ ওভার। মাঠে বল করে সাকিব আর স্কোর বোর্ডে আগের ওভার করা বোলার শুভ।

শুধু এসব ভুল না আরো অনেক অনেক ভুল আছে। মাঝখানে তো বাংলাদেশের শেষ ৫/৬ ওভারতো বন্ধই ছিল। এসব ভুল দেখে নিউজিল্যান্ডের মহিলা ট্রেনার মাঠের এক কোনে ওদের দ্বাদশ খেলোয়াড় টাপিকে দেখিয়ে হাসতাছে। শুধু ওরা হাসে নাই কালকে এই স্কোর বোর্ড দেখে পুরো স্টেডিয়ামভরা দর্শক হাসছে। হায়রে ডিজিটাল।

তার চেয়ে আগের পুরাতন এনালগ বোর্ডই ভালো লাগছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.