আমাদের কথা খুঁজে নিন

   

ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল



আমার পাখারা বড় প্রতিবাদ করে যতবার উড়ে যেতে চাই, একটা তীক্ষ্ণ শর ততবারই মাটিতে নামায় আমার চাকারা খুব অভিমানী হয়, যতবার যেতে চাই দূরে, সামনে দাঁড়াও এভাবে কি বেঁচে থাকা যায়? অথচ পারিনা ছুঁতে, বড় অচ্ছুত অথচ পারিনা নিতে ঘ্রাণ। অথচ শ্রাবণ এলে, ভিজতেই ভয় করে খুব অথচ আবীর হয়ে কোন কোন সান্ধ্য লগনে, দিয়ে গেলে মুগ্ধতার পাঠ এখনো ব্যাকুল হই, মগ্নতায় চুপ যে ভাসে সে এভাবেই ভেসে যায় বুঝি এভাবেই তরঙ্গাকুল। “যাকে খায়, এইভাবে সবটুকু খায়” অভিমানী হয়ে ওঠে স্বপ্নেরা, প্রতিবাদী হয়ে আসে ঝড়, ভিজে গেলে- জ্বরতপ্ত মুখ ভেসে যায়, স্রোতে ভেসে যায়


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।