আমাদের কথা খুঁজে নিন

   

বাফুফেকে এএফসির পরামর্শ

এএফসি জানিয়েছে, ১০ থেকে ১২টি দল নিয়ে আয়োজন করলে এই পেশাদার লিগ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বাড়বে ম্যাচ সংখ্যাও। সদ্য সমাপ্ত লিগে ৯টি দল অংশ নেয়। এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “এএফসির পরামর্শ যৌক্তিক। অবশ্য আগামী মৌসুমে এমনিতেই দল সংখ্যা বাড়বে।

আগামী লিগে ১০টি দল অংশ নেবে। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে একটি দলের অবনমন হলেও দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ লিগ থেকে দুটি দলের উত্তরণ হবে। ” শেষ মুহুর্তে কক্সসিটি এসসি নাম প্রত্যাহার করে না নিলে এবারের প্রিমিয়ার লিগ ১০টি দলের অংশগ্রহণেই হতো। লিগের দল সংখ্যা বাড়ানো ছাড়াও ক্লাবগুলোকে নিয়ম-নীতির মধ্যে আনার জন্য লাইসেন্স প্রথা চালু করার পরামর্শ দিয়েছে এএফসি। অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নেয়া ক্লাবগুলোর লাইসেন্স থাকতে হবে।

লাইসেন্সের জন্য বেশ কিছু মানদণ্ডও নির্ধারণ করার পরামর্শ দেয়া হয়েছে বাফুফেকে। এ সব মানদণ্ডের মধ্যে রয়েছে প্রত্যেক ক্লাবের নিজস্ব মাঠ, জিমন্যাসিয়াম ছাড়াও প্রধান নির্বাহী কর্মকর্তা, বিপণন ব্যবস্থাপক ও গণমাধ্যম বিষয়ক ব্যবস্থাপক থাকা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।