আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনটে থেকে ডাউনলোড করুন নিশ্চিন্তে

পজিটিভ ভাবুন__পজিটিভ বলুন__পজিটিভ কাজ করুন....

ইন্টারনেট ব্যবহারকারীদের ইদানীং যেন এখন ডাউনলোড ম্যানিয়ায় পেয়ে বসেছে। সাবমেরিন কেবলের সংযোগ ও দিনকে দিন ব্যান্ডউইথ-এর দাম কমে যাবার কারণে অনেকেই আর তাদের ডাউনলোড মেগাবাইটে হিসাব করেন না। গিগাবাইট কিংবা টেরাবাইটেও হিসেব করেন এমন মানুষও আছেন বাংলাদেশে। কী ডাউনলোড করেন তারা? অনেকে আছেন ডাউনলোড করতে বসলে খুঁজেই পান না কী ডাউনলোড করবেন। আবার অনেকে আছেন মাথা চাপড়ান কেন তার ইন্টারনেট স্পিড এত কম।

কত কিছু যে ডাউনলোড করার আছে তার সন্ধানে! যারা নেট থেকে অনেক কিছু ডাউনলোড করতে চান কিন্তু জানেন না কীভাবে বা কোত্থেকে ডাউনলোড করতে হবে, তাদের জন্যে এই লেখা। ইন্টারনেটে অনেক কিছু ডাউনলোডের জন্যে পাওয়া যায়। কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই বেআইনী ভাবে আপলোড করে দেয়া হয়। মনে করুন আপনার কাছে কিছু মুভি আছে যেগুলোর অরিজিনাল ডিস্ক আপনি অনেক দাম দিয়ে বাজার থেকে কিনে এনেছেন। আপনি চাইলেন সেগুলো অন্য কাউকে দিয়ে দিতে।

আপনি সেগুলো এভিআই কিংবা এমকেভি ফরম্যাটে কনভার্ট করে ইন্টারনেটে আপলোড করে দিলেন। এখন যে কেউ লিংক জানা থাকলে এগুলো ডাউনলোড করে দেখতে পারবে। এভাবেই ইন্টারনেটের বেশিরভাগ সংগ্রহ তৈরি হয়েছে। কোনো প্রতিষ্ঠান নয়, বরং অনেক মানুষের অবদানের ফলে এই বিশাল সংগ্রহ তৈরি হয়েছে। তাদের এই সংগ্রহ সবার মধ্যে ছড়িয়ে দেবার জন্যে ফাইলগুলো হোস্ট করছে নানা রকম ফাইল শেয়ারিং সাইট।

যেমন র‌্যাপিড শেয়ার, মেগা আপলোড, মিডিয়া ফায়ার, হটফাইল ইত্যাদি। আপনি চাইলে খুব সহজেই তাদের সাইটে গিয়ে আপনার ফাইলগুলো তাদের সার্ভারে আপলোড করে দিতে পারেন। এরপর আপনি পাবেন একটি লিংক, যেটি আপনি যে কারো সঙ্গেশেয়ার করতে পারেন। লিংক জানা থাকলে যে কেউ সেই লিংক ব্যবহার করে সেই ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। বিভিন্ন ডাউনলোডিং সাইটগুলো এভাবেই তাদের বিশাল ডাউনলোড কনটেন্ট তৈরি করেছে।

আজ আপনাদের কয়েকটি ফাইল শেয়ারিং সাইট এর কথা জানাবার পাশাপাশি অনেকগুলো ওয়েবসাইটের ঠিকানা দেয়া হবে যেখান থেকে আপনারা নানা রকম কনটেন্ট যেমন: মুভি, টিভি সিরিজ, গেম, ই-বুক, গান সফটঅয়্যারসহ অন্যান্য অনেক কিছুই ডাউনলোড করতে পারবেন। র‌্যাপিড শেয়ার (http://www.rapidshare.com) অনলাইন ডাউনলোড এর জন্যে সবচেয়ে পুরনো ও জনপ্রিয় একটি ফাইল শেয়ারিং/ ফাইল হোস্টিং সাইট। গুগলের হিসাব মতে এই সাইটটি প্রায় ১,৪৭,০০০০০ ফাইল লিংক ধারণ করে। আপনার চাহিদার প্রায় সবকিছুই আপনি এখান থেকে পেতে পারেন। তবে এর পুরো সুবিধা পেতে হলে আপনাকে হতে হবে একজন প্রিমিয়াম মেম্বার।

ফ্রি ইউজারদেরও ডাউনলোড সুবিধা দেয়া হয়। তবে এত বেশি বিধি নিষেধ আরোপ করা হয় যে অনেকের কাছেই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। একটি ডাউনলোড করার পর পরবর্তী ডাউনলোডের জন্য আপনাকে এক ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। বাংলাদেশে অনেক আইটি ফার্মই র‌্যাপিডশেয়ার প্রিমিয়াম মেম্বারশিপ অ্যাকাউন্ট অফার করছে। মেগা আপলোড (http://www.megaupload.com) একটি ভাল ফাইল শেয়ারিং সাইট।

একটি আইপিঅ্যাড্রেস থেকে প্রতিদিন আপনি এক গিগাবাইট ডাউনলোড করতে পারবেন। তার বেশি চাইলে আপনাকে প্রিমিয়াম মেম্বারশিপে যেতে হবে। র‌্যাপিডশেয়ার বা অন্যান্য ফাইল শেয়ারিং সাইটগুলো সর্বোচ্চ ২০০ মেগাবাইট সাইজের ফাইল আপলোড করতে দেয়, যেখানে মেগা আপলোড এক গিগা পর্যন্ত অফার করে। হট ফাইল (http://www.hotfile.com) বেশ দ্রুত সংগ্রহ বাড়ছে এমন একটি ফাইল শেয়ারিং সাইট হট ফাইল। অনলাইনে ফাইল জমা করে রাখার জন্য বেশ ভাল একটি সাইট।

এর বিশেষ সুবিধা হচ্ছে রিমোট আপলোড। এটা ব্যবহার করে আপনি অন্য কোনো ওয়েব সাইটের ডাউনলোড লিংক দিয়ে ফাইলটি হটফাইলের সার্ভারে আপলোড করতে পারবেন। ফাইল অনেক বড় হলেও সময় লাগবে মাত্র মিনিট খানেক। পরে আপনি সেই ফাইল হটফাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা শেয়ার করে দিতে পারেন অন্য কোথাও। তাদের সাইট ব্যবহার করে ফাইল শেয়ারিং উৎসাহিত করার জন্যে হট ফাইল ইউজারদের আপলোড করা ফাইলে প্রতি হাজার ডাউনলোড-এর জন্যে আকার ভেদে ৫, ১০, ১৫ ডলার দিয়ে থাকে।

এটা একটা অনলাইন আয়ের উৎস হতে পারে। মিডিয়া ফায়ার (http://www.mediafire.com) সাধারণ ডাউনলোডার যারা, যাদের ডাউনলোড করার জন্য পয়সা খরচ করে প্রিমিয়াম মেম্বারশিপ নেবার কোনো ইচ্ছে নেই তাদের জন্যে মিডিয়া ফায়ার একটি আকর্ষণীয় গন্তব্য। র‌্যাপিডশেয়ার কিংবা মেগাআপলোড-এর মত সাইটগুলো যে সার্ভিস দেয় পয়সার বিনিময়ে, সেই মানের সার্ভিসতারা দিয়ে থাকে সম্পূর্ণ ফ্রি। আপনি তাদের এখান থেকে পাশাপাশি দশটি ডাউনলোড একই সাথে করতে পারবেন অত্যন্ত দ্রুতগতিতে। একটি শেষ না হলে আর একটি শুরু করতে পারবেন না, অন্য সাইটগুলোর মত এভাবে অপেক্ষা করতে হবে না।

আপনাকে কোনো ব্যান্ডউইথ লিমিটও দেয়া হবে না। অনায়াসে তাদের ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করে নিজের প্রয়োজনীয় ফাইলগুলো অনলাইন সার্ভারে লোড করে রাখতে পারবেন। যে কোনো জায়গা থেকে অ্যাকসেস করতে পারবেন ইন্টারনেট সংযোগ থাকলেই। নিচে কিছু সাইটের ঠিকানা দেয়া হল যারা এসব ফাইল শেয়ারিং সাইট এবং অন্যান্য সব সাইট ব্যবহার করে আপনাকে অনেক কিছু ডাউলোড করার সুযোগ করে দেবে। http://www.mediafirelinksdownloads.com/ http://7download.info/ http://www.superdownloadplace.com http://www.yourpcmovies.net/ http://mediafirelinks.net/ http://www.mediafirelinksdownload.com/ http://www.mediafirefilms.com/ http://www.mediafiredownload.org/ http://themoviescollection.blogspot.com/ http://mediafiremoviez.com/ http://www.namln.com/ http://www.downarchive.com http://www.redown.com/ http://www.downloadsnhacks.net/ http://linxdown.net/ http://whynotdownload.com/ http://www.downloadmfmovies.com/ http://www.centralddl.com/ http://www.urgrove.com/ http://www.alivedownload.com/ http://prashdownload.com/ http://www.ddlsite.com/ http://indexdownload.com/ http://www.getindianstuff.com/ http://www.heroturko.org/ http://www.moviesnhacks.com/ http://hindimoviesdownload.co.cc/ http://www.cyberload.tk/ http://www.sfbkk.com/ http://www.twistysdownload.com/ http://www.downloadfree.net/ http://www.rslinks.org/ http://prashdownload.com/ http://www.beck007.com/ http://moviesdownloadsmania.blogspot.com/ http://www.downloadallmovies.com/ http://downloadme.net/ http://www.downloadrepertoir.info/ http://downloadbox.org/ http://www.redown.com সি নিউজঃ সেপ্টেম্বর ২০১০



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.