আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী যেভাবে খুনিদের রক্ষা করতে চায়ছেন!

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে। প্রধানমন্ত্রী স্পষ্টত খুনিদের রক্ষা করার মিশন নিয়ে মেছেন, সভার দুর্ঘটনার পর থেকে তিনি যে ভাষাতে কথা বলছে তাতেই আমরা তার মকসুদ বুঝতে পারি, যেমন গতকাল গণভবনে টাঙ্গাইল জেলা নেতাদের সাথে মতবিনিময় সভাতে তিনি বলেছেন,‌ টক শো'তে বড় বড় কথা না বলে উদ্ধার কাজে সহযোগিতা করুন। অন্তত একটি মানুষকে উদ্ধার করে প্রমাণ করুন, আপনারাও উদ্ধার কাজে ছিলেন। ' অথচ এই কথা প্রধানমন্ত্রীর না জানার কথা নয় যে, সবকাজ সবার জন্য নয়, যেভাবে প্রধানন্ত্রীর কাজ নয় ধ্বসে পড়া বিল্ডিং-এর নিচ থেকে লাশ টেনে বের করা। তারপরও টক শো নিয়ে প্রধানমন্ত্রীর শরীর জ্বালার কারণ কী? কারণ একটায়, অনেক টক শো'তেই বেরিয়ে আসছে আসল সত্য, অনেকেই তথ্য আর তত্ত্ব দিয়ে দেখিয়ে দিচ্ছে এই সরকার খুনিদের সরকার।

সরকার যে খুনিদের সেটা আমাদের সামনে আরো স্পষ্ট হয়ে উঠেন তিনি যখন বলেন, কোন কোন শ্রমিক নেতা টক শো নিয়ে ব্যস্ত। অথচ তাদের সেখানে উদ্ধার কাজে থাকার কথা। কেউ কেউ এই ঘটনায়দোষী ব্যক্তিদের এখনেই দর আর মার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এগুলো বাদ দিয়ে সেখানে গিয়ে উদ্ধার কাজে অংশ নিন। ' না, খুনিদের নিয়ে কোন কথা বলা যাবে না।

কারণ এই খুনি আর সরকার জাত ভাই। এই সরকার খুনিদের সরকার। যে কারণে সাংবাদিক দম্পতি সাগর রুনি খুন হবার পর তিনি বলতে পারেন বেড রুম নিরাপত্তার দায়ত্ব সরকারের না। ‌ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.