আমাদের কথা খুঁজে নিন

   

কিন্তু সেই শকুনের দল আজো বেঁচে আছে।

আমার ব্লগে তোমাদেরকে স্বাগতম!!! ব্লগ পড়া নিষেধ....

কালো রাতের ভয়াবহ গোলার আওয়াজ শুনিনি, নিরীহ বাঙ্গালির লাশের স্তুপ আমি দেখিনি। শকুনের হিংস্র থাবা বাঙ্গালির পিঠকে নিয়ে ঠেকিয়েছে রক্তমখা দেয়ালে। আমি তার কিছুই জানি না। লাশের গন্ধে ভরে থাকা বাতাস আমাকে স্পর্শ করেনি, স্বজন হারানোর যন্ত্রণা কি তা আমি বুঝিনি। প্রতিবাদের ভাষা ছিলনা তাদের, নিষ্পাপ সব প্রাণকে বিলীন হতে হয়েছে সেদিন।

স্বজনহারা বেদনাগ্রস্থ বাঙ্গালিরা রুখে দাড়ালো। শুরু হয় রক্তের বিনিময়, শুধু স্বাধীনতার জন্য। আমি কেবল শুনেছি তারই ইতিহাস, কিন্তু সেই পরাধীনতা থেকে মুক্তির দাম উপলব্ধি করতে পারিনি। আমি শুনিনি, আমি বুঝিনি, আমি জানিনি কোন কিছুই। মায়ের কোলে লুকিয়ে ছিলাম, তারই আচলের আড়ালে।

শুধু শুনেছি মায়ের কান্নার আওয়াজ। স্বামীহারা বোনের আর্তনাদকে সেদিন অনুভব করতে জানিনি। বাড়ি বাড়ি হানা দেয় পাক হানাদার, হিংস্র হায়নাদের পথ দেখায় রাজাকার, আলবদরেরা শকুনের ভুমিকায়। কিভাবে চিৎকার করে কেঁদেছে আমার মায়েরা, আমার বোনেরা, মনে আছে একথা, কিন্তু সেই শকুনের দল আজও বেঁচে আছে। হল দিনের পর দিন চলতে থাকা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান।

বাঙ্গালি পেল স্বাধীন মাতৃভূমি, একটি স্বাধীন মায়ের কোল। কিন্তু লাখ শহীদের অস্তিত্ব এ মাটিতে মিশে আছে। শকুনদের এই মাটির আশ্রয় তো দূরের কথা, তাদের বাঁচারও অধীকার নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.