আমাদের কথা খুঁজে নিন

   

অনুপ্রবেশকারীর কর্মকান্ডের দূর্বল দোহাই ও সোনার ছেলেরা

নিজেকে নিয়ে ভাবছি

কোন একটি কাজের যুক্তি দেখাতে আমরা খুব পছন্দ করি। বলে না অযুহাত হল মানুষের আরেকটি হাত। ! যেমন সোনার ছেলেদের কাজ কর্ম (কুকর্ম) গুলোকে প্রশ্রয় দেবার জন্য বা তাদের অগুলো ঢাকার জন্য বলা হয় কিছু সুবিধাবাদী অনুপ্রবেশকারী তাদের নাম ভাঙ্গিয়ে কাজ গুলো করছে। খুবই গাল ভরা কথা সন্দেহ নাই। কিন্তু একটু চিন্তা ভাবনা করলে তা ধীরে ধীরে অদের বিপক্ষেই চলে যায়।

সাধারনত তাদের দলে বা মিছিলে সহজেই ঢোকা যায় যাদের সাথে মিশে গেলে কেউ বুঝতে পারে না। আর যেহেতু তারা (অনুপ্রবেশকারী) ধরে নেই আসলেই ওই কাজ করছে তাহলে কি দাড়ালো? সোনার ছেলেদের কাজগুলো তারা করছে বলেই তাদের চেনা যাচ্ছে না। আর ভালো কাজ সবাই করতে পারে না কিন্তু খারাপ কাজ যে কেউ যখন তখন করতে পারে। তাই কোন শুদ্ধ দলে অন্য সব দলের লোক ঢুকলেও তাদের খারাপ কাজের মাধ্যমে চেনা যায় কিন্তু সোনার ছেলেদের দলে অনুপ্রবেশকারী চেনা যাচ্ছে না। তাহলে কি দাড়ালো? সোনার ছেলেদের চরিত্র বরাবর ই এমন যে, যত কুকর্মকারীই, বখে যাওয়া ছেলেরাই আসুক তাদের দলে আত্মগোপন করে থাকতে পারে !!!তাদের আলাদা করা যায় না।

তাহলে যুক্তি দ্বারা কি বোঝা গেল? তাদের চরিত্র যদি শুদ্ধ হত তাহলে কল্পনা বা আশঙ্কা করা অনুপ্রবেশকারীদের সহজেই সনাক্ত করা যেত। কিন্তু তাদের চরিত্র এত উন্নত পর্যায়ের (!!!) যে তাদের দলে অনুপ্রবেশকারী (কল্পনা বা আশঙ্কা মতে) কুকর্মকারীদের সনাক্ত করা যায় না…।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।