আমাদের কথা খুঁজে নিন

   

বায়োটেক ম্যাগাজিন



আপনি যদি বিজ্ঞানমনষ্ক হন বিশেষ করে জীববিজ্ঞান সম্পর্কিত বিষয়ে আপনার আগ্রহ থাকে তবে বায়োটেক পড়ুন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্রদের উদ্দ্যোগে এবারের মত প্রকাশিত হল বিজ্ঞান বিষয়ক পত্রিকাটির ৫ম বর্ষ ১ম সংখ্যা। প্রতিবারের মত এবারের সংখ্যায়ও আছে জীববিজ্ঞানের বিশেষ করে জৈবপ্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে তথ্যবহুল, আগ্রহ উদ্দীপক আর মজাদার সব লেখা। চমৎকার প্রচ্ছদ, অসাধারণ ডিজাইন ম্যাগাজিনটিকে আরো প্রাণবন্ত করে তুলেছে। এবারের সংখ্যার মূল প্রতিবেদন হল- "পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার, সোনালী আঁশের নতুন সম্ভাবনা"।

পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কারের যুগান্তকারী সাফল্য এবং ভবিষ্যতে এর উজ্জ্বল সম্ভাবনা সম্পর্কে অত্যন্ত প্রাঞ্জল এবং তথ্যবহুল আলোচনা করা হয়েছে মূল প্রতিবেদনে। এর সাথে Bioweapon, RNAi এর মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগ্রহউদ্দীপক লেখা আছে। 'ইয়ারসাগুম্বা', 'মৃত্যু!!!- শেষ নাকি শুরু?', লেখা দু'টি সম্পূর্ণ ভিন্ন স্বাদের ও এই বিষয়গুলিকে নতুনভাবে ভাবার সুযোগ দেবে আপনাকে। আরো আছে 'কি দামে বিকাবো মোরে......!!!'; 'হ য ব র ল'-র মত মজাদার সব ফিচার। এবং সায়েন্স ফিকশন ভালোবাসলে আপনার জন্য আছে বায়োকল্পন-'অবয়ব'।

মোট কথা ম্যাগাজিনটি পড়ে আপনি অনেক অজানা বিষয় জানবেন, সাথে মজাও পাবেন। বায়োটেক পেতে যোগাযোগ করুন এই ঠিকানায়- ৪২৪, খান জাহান আলী হল, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা-৯২০৮। বিপণন সহকারী- রানা- 01721175477 রনি- 01916137650্‌

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।