আমাদের কথা খুঁজে নিন

   

ব্ল্যাকবেরির ভবিষ্যত্ অ্যান্ড্রয়েডে?

স্মার্টফোনের বাজারে এখন ধুঁকছে ব্ল্যাকবেরি। একসময়ের ‘রাজকীয়’ স্মার্টফোন হিসেবে খ্যাতি পাওয়া ব্ল্যাকবেরি ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে। বাজারে গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী, স্মার্টফোনের বাজারে ক্রমশ তলানির দিকে নামছে ব্ল্যাকবেরি। বাজারে প্রথমবারের মতো ব্ল্যাকবেরিকে পেছনে ফেলেছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং উঠে এসেছে অপারেটিং সিস্টেমের বাজারের তৃতীয় অবস্থানে। এ অবস্থায় মার্কিন বাজার বিশ্লেষকেরা ব্ল্যাকবেরিকে বাঁচাতে অ্যান্ড্রয়েডকে আঁঁকড়ে ধরার পরামর্শ দিচ্ছেন।

তবে, ব্ল্যকবেরির সংগ্রামের পক্ষেও রয়েছেন বেশ কয়েকজন বাজার বিশ্লেষক। ব্ল্যাকবেরির নতুন প্ল্যাটফর্ম ব্ল্যকবেরি ১০ অপারেটিং সিস্টেম নিয়ে আরও কিছুদিন সংগ্রাম চালিয়ে যাওয়ার পক্ষে তাঁরা।
মার্কিন বাজার বিশ্লেষকেদের মতে, বর্তমানে বাজারের জনপ্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন তৈরি করলে নকিয়া ও ব্ল্যাকবেরি বাজার ধরতে পারবে।
বর্তমানে অ্যান্ড্রয়েডের স্মার্টফোনের বাজারে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। বর্তমানে স্মার্টফোনের ৩১ দশমিক ৭ শতাংশ স্যামসাংয়ের দখলে।

বছরের দ্বিতীয় প্রান্তিকে সাত কোটি ১০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং। স্যামসাংয়ের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাপল। ১৪ দশমিক দুই শতাংশ বাজারের দখল রেখেছে আইফোন। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তিন কোটি ১০ লাখ ইউনিট আইফোন বিক্রি করেছে অ্যাপল। বাজারে সেরা পাঁচ স্মার্টফোন নির্মাতা হিসেবে পরের স্থানগুলো যথাক্রমে এলজি, লেনোভো ও জেডটিইর দখলে।

অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা জমাতে পারেনি আর কোনো ব্র্যান্ড। চলতি বছরের প্রথম ছয় মাসে এলজি, সনি, লেনোভোর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলো স্যামসাংয়ের ধারে কাছেও যেতে পারেনি। অবশ্য এ অবস্থায় নকিয়া বা ব্ল্যাকবেরির পক্ষে অ্যান্ড্রয়েড বাজারে প্রতিদ্বন্দ্বিতা করা কতোটা যুক্তিসংগত হবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।