আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতিতে যাবেন না আমির

আমিরের উপস্থাপনায় টিভি শো ‘সত্যমেভ জয়েতু’-এর একটি পর্বে তিনি এই মতামত প্রকাশ করেন।

আমির বলেন, “রাজনীতি থেকে দূরে থাকতে চাই। সামাজিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করতে চাই আমি। আমি তাদের কাজকে সমর্থন করি কিন্তু কোনো দলকে না। আর তাই কোনো দলের সঙ্গে যুক্ত হতে চাই না আমি।

আমির জানান, তিনি শোটির বেশ কিছু পর্বে অনেক মানুষের জীবনের ঘটনা শুনে কেঁদে ফেলেছিলেন।

আমির বলেন, “শোটির বেশ কিছু পর্বে আমি কেঁদে ফেলেছিলাম। মানুষের জীবনের গল্প শুনে আমি খুবই কষ্ট পেয়েছিলাম। এমন অনেকবার হয়েছে যে আমি এতটাই কেঁদেছিলাম যে চ্যানেলের নির্মাতারা ১৫ মিনিটের জন্য শুটিং বন্ধ করে রেখেছিল। ”

খুব শীঘ্রই ‘সত্যমেভ জয়েতু’ শোর দ্বিতীয় সিজন শুরু হতে যাচ্ছে।

এর প্রচারণায় কিছুদিন আগে বিহার গিয়েছিলেন আমির। ওখানে এই শো-এর দর্শকরা মানঝি পাহাড় কেটে রাস্তা তৈরি করার পদক্ষেপ নিয়েছিলেন।

আমির বলেন, “এই শোটিতে মানুষ অনেক কিছু করার পদক্ষেপ নিয়ে এসেছেন। তাদের সাহস এবং উদ্যোগকে আমি সমর্থন করি। ”

শোর নতুন পর্বে একটি নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে।

এখানে দর্শক তাদের মতামত ও ভোট দিতে পারবেন।

আমির বলেন, “আমরা ভোটের আয়োজন করছি। এখানে মানুষ বিভিন্ন মতামত জানাতে পারবেন এবং অন্যরা ভোট করার সুযোগ পাবেন। এরপর তা আমরা সরকারের কাছে পেশ করব। ”

শোটি এবার তিনটি ভাগে প্রচার হবে বলে জানা গেছে।


সোর্স: http://bangla.bdnews24.com     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.