আমাদের কথা খুঁজে নিন

   

‘বাংলা কথাসাহিত্য : নির্বাচিত মুসলিম নারী লেখক ও অন্যান্য প্রসঙ্গ’



‘বাংলা কথাসাহিত্য : নির্বাচিত মুসলিম নারী লেখক ও অন্যান্য প্রসঙ্গ’ এটি আমার গবেষণা-গ্রন্থ, বাংলা একাডেমী থেকে প্রকাশিত হলো, ২৭৫ পৃষ্ঠার বইটির মূল্য ১৭০ টাকা। এতে বাংলা সাহিত্যে নারীর অবদান, উনিশ শতকের বাঙালি নারী সমাজসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। এ গ্রন্থে নির্বাচিত নারী লেখকদের লেখক হয়ে ওঠার ভিত্তিমূলে কীভাবে শিক্ষা, রাজনৈতিক, সামাজিক ও সাহিত্যধারার পটভূমি প্রোথিত হয়েছে- তার ধারাবাহিকতা নিয়ে আলোচনা করা হয়েছে, এরফলে শুধু নির্বাচিত নারীলেখকরা এখানে উন্মোচিত হন নি, বাংলা সাহিত্যের অপরাপর লেখক ও নারী লেখক, কথাসাহিত্যক ও নারী কথাসাহিত্যিকরাও উন্মোচিত হয়েছেন। প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যে নারীদের অবদান উল্লিখিত হওয়ার পাশাপাশি বিশেষত উনবিংশ ও বিংশ শতাব্দীর নারী লেখকদের পরিচয় ও অবদান বিশেষভাবে উল্লেখ করা হয়েছে; এর ফলে বাংলা সাহিত্যে নারীদের সামগ্রিক ও ধারাবাহিক অবদানের রূপরেখা খুঁজে পাওয়া যাবে। কত নারী লেখক যে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তাঁদের বৈচিত্র্যময় রচনা ও ভূমিকায়, কিন্তু এঁদের অনেকে উপেক্ষিত ও অনাবিষ্কৃত; তাঁদের দিগন্ত উন্মোচিত হয়েছে এই গ্রন্থে। সাম্প্রপ্তিককালে নারী সমাজের সমস্যা, অধিকার ও তাঁদের আত্মপ্রতিষ্ঠার বিষয়টি আরও সূক্ষ্মভাবে পর্যালোচনা ও বিবেচনা করার লক্ষ্যে সমাজে যে প্রণোদনা সৃষ্টি হয়েছে এরই পরিপূরক হিসেবে রোকেয়া সাখাওয়াৎ হোসেন, এম ফাতেমা খানম, নূরন্নেছা খাতুন বিদ্যাবিনোদনী, সুফিয়া কামাল, জোবেদা খানম, নীলিমা ইব্রাহিম, দৌলতননেছা খাতুন, রাবেয়া খাতুন প্রমুখ মুসলিম নারী কথাসাহিত্যিকদের সাহিত্য-ভূমিকা, সৃজনশীলতা, জীবনচেতনা, আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম ও ভূমিকার বিবর্তন তাৎপর্যপূর্ণভাবে উচ্চকিত হয়েছে। এছাড়া এঁদের ব্যক্তিগত-সামাজিক জীবন ও কর্মের মধ্যে থেকে উত্তর প্রজন্মের নারীদের আরও বিকশিত হওয়ার প্রেরণাসঞ্চারী উপাদান খুঁজে পাওয়া যাবে। বিপুল তথ্য, তত্ত্ব ও বিশ্লেষণ নির্ভর এই গ্রন্থটি কৌতূহলী পাঠক, উত্তর প্রজন্মের নারী এবং ছাত্র-শিক্ষক-গবেষকের কাছে সমাদৃত হবে, এমন প্রত্যাশা রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।