আমাদের কথা খুঁজে নিন

   

এক্সপেক্ট এমেইজিং, দোহা-২০২২!

^^^^^^^^^

"এক্সপেক্ট এমেইজিং" থিম নিয়ে কাতার বিড করছে ফিফা বিশ্বকাপ-২০২২ আয়োজনের। আর মাত্র ৫২ দিন পরেই সিদ্ধান্ত হয়ে যাবে কে/কারা হচ্ছে ২০১৮ আর ২০২২ সালে বিশ্বের সবচেয়ে বড় খেলার আয়োজন ফিফা বিশ্বকাপ এর আয়োজক! বিডে অংশ নেয়া অন্য দেশ গুলোর মত মধ্যপ্রাচ্যের ধনী-ছোট দেশ কাতারও বিশ্বকাপ আয়োজনে তাদের পরিকল্পনা, প্রতিজ্ঞা বিভিন্নভাবে ফিফা'র কাছে তুলে ধরছে। দোহা সিটির অনেক রাস্তার ধারে শোভা পাচ্ছে "এক্সপেক্ট এমেইজিং" এর বিলবোর্ড, অনেক বিল্ডিং এর পুরোটাই সাজানো হয়েছে "এক্সপেক্ট এমেজিং" থিম দিয়ে। ইতোমধ্যে নকশা উন্মোচন কোরা হয়েছে বারোটি অত্যাধুনিক, পরিবেশ বান্ধব, কার্বন নিউট্রাল স্টেডিয়ামের। কাতারের প্রধান প্রতিবন্ধক গরম আবহাওয়াকে নিয়ন্ত্রণে রাখতে স্টেডিয়ামগুলোতে থাকবে সৌরশক্তি চালিত কুলিং সিস্টেম।

আর যারা বলেন এসব বাড়াবাড়ি তাদের প্রথমেই জানিয়ে দিই, দোহা-২০২২ এর নয়টি স্টেডিয়ামের উপরের অংশ খেলার পরে দান করে দেয়া হয়ে উন্নয়নশীল দেশগুলোর ফুটবল উন্নয়নে। একটি স্টেডিয়াম টুর্ণামেন্ট শেষে পুরোটাই ফিফার নির্দেশমত অন্য কোন দেশে স্থাপন করা হবে। কাতার ২০২২ ফিফা ওয়ার্ড কাপ আয়োজনের সুযোগ পেলে সেটাই হবে প্রথম বিশ্বকাপ যেখানে একজন দর্শক বা সাংবাদিক একই দিনের একাধিক ম্যাচে উপস্থিত থাকতে পারবেন! স্টেডিয়ামগুলোর সর্বনিম্ন সময়ে যাতায়াতের জন্য থাকবে রেল-সড়ক-নৌপথ। কাতার ফিফা-২০২২ আয়োজক হলে কেমন হবে স্টেডিয়ামগুলো__ লুসাইল আইকনিক স্টেডিয়াম ওপেনিং সিরামনি আর ফাইনাল হবে ৮৬,২৫০ আসনের এই স্টেডিয়ামে। লুসাইল সিটিতে অবস্থিত লুসাইল ইন্টারন্যাশনাল সার্কিটের ঠিক পাশেই গড়ে উঠবে দৃষ্টিনন্দন লুসাইল আইকনিক স্টেডিয়াম।

দোহা পোর্ট স্টেডিয়াম দোহা সিটির প্রাণ কেন্দ্রে গড়ে উঠবে এই স্টেডিয়াম। ৪৪,৯৫০ আসনের স্টেডিয়ামটির কোন অস্তিত্বই হয়তো থাকবেনা যখন টুর্ণামেন্টটি শেষ হবে। কোন উন্নয়নশীল দেশের ফুটবল উন্নয়নে দান করে দেয়া হয়ে পুরো স্টেডিয়ামটিই! (আমাদের দেশের সংগঠকরা আগে-ভাগে এটি পাওয়ার জন্য লবিং শুরু করে দিতে পারেন, সিরিয়াসলি) স্পোর্টস সিটি স্টেডিয়াম ৪৭,৫৬০ আসনের এই স্টেডিয়ামের মাঠ-পিচ হবে প্রতিস্থাপনযোগ্য। ফিফা-২০২২ শেষে এটিকে ব্যবহার করা হবে থিয়েটার, কনসার্ট, কালচারাল প্রোগ্রাম বা অন্য কোন খেলায়। এড্যুকেসন সিটি স্টেডিয়াম উম-সালাল স্টেডিয়াম আল-ওয়াকরা স্টেডিয়াম আল গারাফা স্টেডিয়াম কাতার ইউনিভার্সিটি স্টেডিয়াম আল-রায়ান স্টেডিয়াম আল-খোর স্টেডিয়াম আল-সামাল স্টেডিয়াম খলিফা স্টেডিয়াম ৫০,০০০ হাজার ধারন ক্ষমতার বর্তমান স্টেডিয়ামকে ৬৮,০০০ এ উন্নীত করা হবে।

আশা করি ২০২২ সালে এশিয়ায় ২য় বারের মত ফিফা বিশ্বকাপের আসব বসবে যা কাতার ডিজার্ব করে। আমিও চাই কাতার ফিফা-২০২২ আয়োজনের সুযোগ পাবে, এতে আমাদের দেশের অনেক কাতার প্রবাসীর জন্য সুখবর বয়ে আসবে। [স্টেডিয়ামগুলোর বর্ণনা লিখে ছবি দিতে গেলে পুরো পোস্ট কেমনে যেন হাওয়া হয়ে যায়। পরে আর কষ্ট করতে ইচ্ছে করেনি]


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.