আমাদের কথা খুঁজে নিন

   

সহযোদ্ধা কাজী মামুনের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি: দেখিস একদিন আমরাও

/\\//\\//\\//\\//\\//\\//\\//\

জনাব মামুন নেপাল আর তিব্বতের কর্তৃপক্ষ এখন পর্যন্ত কেনু সিসিটিভি স্থাপন করেনি সে বিষয়ে আমাদের এখন থেকেই সোচ্চার হতে হবে। তাদের কর্তব্য হেলায় আমরা বিদেশিদেরও বিশ্বাস করতে পারছিনা। শেরপারা বৌদ্ধমুর্তি নিয়ে যেতে পেরেছে সিসিক্যামও নিয়ে যেতে পারবে। সংস্কৃতিগত ভাবে যে দৈন্যতা ফুটে উঠেছে চাইনিজ আর্মিদের তার জন্য আমাদের ভুগতে হচ্ছে অনেক। মুসাকে সন্দেহ করে অনেক দরকারী সময় নষ্ট করতে হচ্ছে।

নিজেরা সামিটের জন্য প্রস্তুতি নিতে পারছি না। আমারও তো শখ হয় হিমালয় শীর্ষে উঠে দাড়াতে। বাংলাদেশে অনেক ট্রেকিং করেছি। টেকনাফ থেকে তেতুলিয়া হেটেছি। আর স্বপ্ন দেখেছি হিমালয় শীর্ষে উঠে ভয়শূন্য চিত্তে শির উচু করে দাড়াবার।

পামর মুসা আমার আগে কেনু গেল সেখানে? কেনু! কেনু! কেনু! কি নেই আমাদের! আমাদের হাই স্পিড ইনটারনেট আছে। আমাদের গুগলে ইংলিশ, জার্মান, ফ্রেঞ্চ ভাষা পড়ার সামর্থ্য আছে। তবু কেনু মুসা! পাদটীকা: মামুন বুদ্ধি করে পোষ্ট মডারেশন করছে। অগনিত ছাগলদের ভীড়ে আমার মন্তব্যটিও যদি হারিয়ে যায়! তাই পোস্ট হিসেবও প্রকাশ করা হলো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.