আমাদের কথা খুঁজে নিন

   

বিডি আর রা কি আসলেই দোষী....?

পাখি উড়ে যায় রেখে যায় ছায়া, মানুষ মরে যায় রেখে যায় মায়া।

বিডিআর বিদ্রোহের কারণে এখনো অনেক নিরপরাধ বিডিআর সদস্যকে কারাগারে আটক রাখা হয়েছে। বিডিআরের মহাপরিচালক বলেছেন, তিনি এই বিষয়ে কিছু জানেন না, বিষয়টি আদালত জানেন। আমরা বিডিআরের হতভাগ্য সদস্যদের স্বজন। আর কত দিন আমরা আমাদের বাবা, ভাইদের ছাড়া ঈদ করব? আমরা আগামী ঈদ তাঁদের নিয়ে করতে চাই।

তারা কি আসলেই দোষী.....? এটা আমরা কেউ ভেবে দেখিনি। কিন্তু যারা এ বিদ্রোহের বা হত্যাকাণ্ডের মূল হোতা তারা নিশ্চিন্তায় নির্দিধায় স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। আর যারা নির্দোষ তারাই খাছায় পোষা জন্তুর মত পড়ে আছে। আমরা কি কখনো জানতে চেয়েছি কারা এই ঘটনার পেছনে ইন্দন যুগিয়েছে....? আমাদের দেশে সঠিক তদন্ত নেই বলেই অপরাধী সাধু আর নিরপরাধী হয়ে যায় অপরাধী। তাই আমার প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে সঠিক তদন্ত করে অপরাধীদের বিচার করুন।

আর নিরপরাধ মানুষগুলোকে ছেড়ে দিন। তারা মানুষ। তারাও আপনার-আমার মত স্বাধীনভাবে বাঁচতে চায়। ঐ কারাগার ভাল মানুষের জন্য নয়। বাইরে যেসব অপরাধী নিয়মিত অপরাধ করে দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে।

তাদের সেখানে বন্ধি করে ঐ সোনার ছেলেদের ছেড়ে দিন। দেশ এবং জনগণ সবার জন্য ভাল হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।