আমাদের কথা খুঁজে নিন

   

দ. আফ্রিকায় মারিকানা দিবস পালিত

দক্ষিণ আফ্রিকায় আজ শুক্রবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মারিকানার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি পালিত হয়েছে। তবে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) সব ধরনের স্মরণসভা বয়কট করেছে। এএনসি বলছে, বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন ও সেটির অর্জনকে ‘ছিনতাই’ করেছে।

বিবিসি জানায়, গত বছর দেশটির মারিকানা এলাকায় এক প্লাটিনাম খনিতে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকদের দমনে পুলিশি অভিযানে ৪৪ নিহত হন।

দক্ষিণ আফ্রিকায় ১৯৯৪ সালে বর্ণবাদী সরকারের শাসনের অবসানের পর দেশটিতে কোনো ঘটনায় এত বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা আর ঘটেনি।

আল জাজিরা জানায়, স্মরণসভায় অংশগ্রহণে ইচ্ছুক শ্রমিকদের লোনমিন প্লাটিনাম খনির কর্তৃপক্ষ কোনো বাধা দেয়নি, তবে এক দিনের বেতন কেটে রেখেছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।