আমাদের কথা খুঁজে নিন

   

ট্যাঙ্কারে আগুন দিয়ে সন্ত্রাসবিরোধী অভিযান ঠেকানো যাবে না : ন্যাটো



ন্যাটোর জন্য রসদ সরবরাহের প্রধান রুট পাকিস্তান বন্ধ করে দিলেও আফগান যুদ্ধে তথা সন্ত্রাসবিরোধী অভিযানে কোনো প্রভাব ফেলবে না। গতকাল ন্যাটো মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জোসেফ ব্লোজ জানান, জোট রসদ সংরক্ষণ করছে এবং বিকল্প রসদ সরবরাহ রুটের সন্ধান পেয়েছে। এতে করে অস্থায়ী এ প্রতিবন্ধকতা কাটাতে পারবে। উল্লেখ্য, আফগান যুদ্ধে পাকিস্তানের মধ্য দিয়ে যে রুট তা ন্যাটো বাহিনীর জন্য রসদ সরবরাহের অন্যতম। তবে আন্তঃসীমান্ত হামলার কারণে এখন সে রুট বিপর্যস্ত হয়ে পড়েছে।

যার নেপথ্যে ন্যাটো বাহিনীর আন্তঃসীমান্ত হামলাই মুখ্য হয়ে দেখা দিয়েছে। ব্লোজ আরও বলেন, আফগানিস্তানে আমাদের রসদ মজুতের পরিমাণ সন্তোষজনক। আমরা উজবেকিস্তান সীমান্ত দিয়ে শুকনো খাবার, জ্বালানি এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পাচ্ছি। তাই কোনো কিছুর ঘাটতি নেই মজুতে। আফগানিস্তানে অভিযান পরিচালনায় কোনো বিপদ নেই।

এদিকে আফগানিস্তানে যুদ্ধরত ন্যাটো বাহিনীকে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কারে বুধবার ফের হামলা চালিয়েছে পাকিস্তানি তালেবানরা। পুলিশ সূত্রে জানা যায়, এতে ৫০টিরও বেশি ট্যাঙ্কার আগুনে পুড়েছে। এর আগে ২০টি ট্যাঙ্কার পুড়েছে বলে জানানো হলেও পরবর্তীকালে তা বেড়ে যায়। সন্ত্রাসীরা এই হামলার আগে গত শুক্রবার এবং সোমবারও ন্যাটোর তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায়। বুধবার সর্বশেষ হামলা হলো।

জানা গেছে, দুটি পিকআপ ট্রাকে করে ১৪ জনের একটি সশস্ত্র দল দ্রুত এসে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজন নিহতও হয়েছেন। সর্বশেষ এ হামলার আগে সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জ্বালানি সরবরাহের ট্যাঙ্কারগুলোতে একই কায়দায় হামলা চালিয়েছে সন্দেহভাজন তালেবান সদস্যরা। সোমবারের ওই হামলায় কমপক্ষে ১২ জনের একটি সশস্ত্র দল গুলি চালিয়ে ৩ জন রক্ষীকে হত্যা করার পর ট্যাঙ্কারগুলোতে হামলা চালায় বলে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান। সে ঘটনায় যুক্তরাষ্ট্রের দুঃখ প্রকাশের দিন বুধবারই ন্যাটোর জ্বালানিবাহী ট্যাঙ্কারে তালেবানের নতুন এ হামলা দু’দেশের সম্পর্কে নতুন মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে আফগান ও মার্কিন সরকার সম্প্রতি হাক্কানি নেটওয়ার্কের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে। হাক্কানি নেটওয়ার্ক হচ্ছে ন্যাটো বাহিনীর জন্য আতঙ্কের নাম। গতকাল ব্রিটেনের একটি পত্রিকা এ খবর দেয়। প্রেসিডেন্ট হামিদ কারজাই হাক্কানি গ্রুপের সিনিয়র সদস্যদের সঙ্গে সরাসরি আলোচনা করেন। গার্ডিয়ান পত্রিকা জানায় হাক্কানি গ্রুপের সঙ্গে এক পশ্চিমা মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্র পরোক্ষ যোগাযোগ করে।

পত্রিকা আরও জানায়, অবশ্য হাক্কানি গ্রুপ ও উভয় দেশের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ আলোচনা সম্পূর্ণ সাময়িক। হাক্কানি নেটওয়ার্কের নেতৃত্ব পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান ভিত্তিক। সাম্প্রতিক সপ্তাহে হাক্কানী নেটওয়ার্কের শক্ত ঘাঁটি পাকিস্তানের উপজাতীয় এলাকা মার্কিন ড্রোন হামলার টার্গেটে পরিণত হয়। হাক্কানি গ্রুপ তালেবানের অনুগত। আফগানিস্তানে বেশ কয়েকটি প্রাণঘাতি হামলার জন্য দায়ী করা হয় গ্রুপটিকে।

এই গ্রুপটির সঙ্গে বিদেশি সন্ত্রাসী গ্রুপের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।