আমাদের কথা খুঁজে নিন

   

কাশফুলে জলকনা ঝরে পড়ে আচমকা ঝড়ে । ।

shamseerbd@yahoo.com
কাশফুল গুলো দেখলে খুব ইচ্ছা করে একবার ছুয়ে দেখতে ছোঁয়া হয়না কিংবা পরক্ষনেই ইচ্ছাটা মরে যায় । একদিন মায়াবী ভোরে কিংবা অধরা ভোরই বলা চলে সহজে ভোরের দেখা পাইনা আমি হাতে হাত রেখে তুমি হাঁটতে চেয়েছিলে সদ্য শেষ হওয়া গুঁড়ি বৃষ্টির পর বৃষ্টিফোঁটা লেগেছিল কাশফুলে রাতভর ঝড়া শিশিরের মত তার মাঝ দিয়ে তুমি আমি, আমরা হেঁটে যাব জলকনা ছুঁয়ে যাবে আঁচল, মুগ্ধ চোখ ভাষা খুজে নেবে বিষন্ন হলুদে নিটোল গালে ঝড়ে পড়া হাসি, ছুয়ে দিব আমি হাতে রেখে হাত, স্বপ্নালু চোখে হারাবো দুজন সীমানা ছাড়িয়ে । জীবনের গল্প গুলো লেখা হয় মায়াবী ভোরে কাশফুলে জলকনা ঝরে পড়ে আচমকা ঝড়ে । । ঝলমলে সকাল গিয়ে কেটে গেছে বেলা কাঁশবনে হাত ধরে হয় নিকো হাঁটা !!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.