আমাদের কথা খুঁজে নিন

   

নাদালের কাছে আবার ফেদেরারের হার

বিশ্বের তিন নম্বর খেলোয়াড় স্পেনের নাদাল পাঁচবারের সিনসিনাটি চ্যাম্পিয়ন ফেদেরারকে হারান ৫-৭, ৬-৪, ৬-৩ গেমে। ৩১ বারের দেখায় এ নিয়ে ২১ বারই জিতলেন ১২টি গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল।
অন্যদিকে ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার এ পরাজয়ের ফলে আগামী সপ্তাহে র‌্যাঙ্কিংয়ের ৭ নম্বরে নেমে যাবেন, যা হবে ১১ বছরের মধ্যে তার সর্বনিম্ন অবস্থান।
হেরে গেলেও নিজের খেলা নিয়ে সন্তুষ্ট এই সুইস তারকা, "আমি আমার চলার পথে উন্নতি নিয়ে খুশি। আমি জিততে পারতান, জেতা উচিতই ছিল।

কিন্তু রাফার আত্মবিশ্বাসই তাকে জয়ী করেছে। "
সেমিফাইনালে টমাস বার্ডিচের মুখোমুখি হবেন নাদাল। উইম্বল্ডন চ্যাম্পিয়ন মারেকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে চমক দেখান এই চেক তারকা।
কোয়ার্টার-ফাইনালে যুক্তরাষ্ট্রের জন ইসনারের কাছে ৭-৬, ৩-৬, ৭-৫ গেমে হারেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জোকোভিচ।
র‌্যাঙ্কিংয়ে ২২ নম্বরে থাকা ইসনার সেমিফাইনালে মুখোমুখি হবেন আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোর্তোর।


২০০৯ সালের ইউএস ওপেন চ্যম্পিয়ন দেল পোর্তো রাশিয়ার দিমিত্রি তুরসুনভকে ৬-৪, ৩-৬ ও ৬-১ গেমে হারান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.