আমাদের কথা খুঁজে নিন

   

নাদালের দিকেই সবার দৃষ্টি

গত ফেব্রুয়ারিতে দীর্ঘ ৭ মাসের হাঁটুর চোট কাটিয়ে কোর্টে ফেরার পর থেকেই নাদাল দুর্দান্ত ছন্দে আছেন। প্রত্যাবর্তনের পর টানা ৮টি টুর্নামেন্টের ফাইনালে উঠে ৬টিতেই চ্যাম্পিয়ন হয়েছেন এই স্প্যানিশ তারকা। যার মধ্যে আছে গত সপ্তাহে ইতালিয়ান ওপেনের ফাইনালে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক রজার ফেদেরারকে উড়িয়ে দিয়ে পাওয়া শিরোপাও। গতবার সুইডিশ-কিংবদন্তি বিওর্ন বোর্গের রোলাঁ গারোয় ৬টি শিরোপার রেকর্ড ভেঙ্গে দেয়া নাদালের সামনে এবার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারেন র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা নোভাক জোকোভিচ। সব কিছু ঠিক-ঠাক থাকলে সেমিফাইনালে দেখা হতে পারে দুজনের।

নাদালের অষ্টম শিরোপার পথে আরেকটি প্রতিবন্ধকতা তৈরি করতে পারে প্যারিসের শীতল আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাস, প্রতিযোগিতার প্রথম সপ্তাহে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। মঙ্গলবার থেকে প্রতিদিন বৃষ্টিও হতে পারে। এ নিয়ে নাদাল নিজেও বেশ দুশ্চিন্তায়। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এখানে একমাত্র নেতিবাচক দিক হলো ঠান্ডা।

” মহিলাদের বিভাগে সেরেনা উইলিয়ামস শিরোপার প্রধান দাবিদার। গত ফেব্রুয়ারিতে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার পর থেকেই তার দারুণ পারফরম্যান্স। ইতালিয়ান ওপেনসহ টানা চারটি শিরোপা এবং ক্যারিয়ার-সেরা টানা ২৪ ম্যাচ জিতে প্যারিসে পা রাখা সেরেনাকে গতবারের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা ও অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কার পরীক্ষার সামনে পড়তে হতে পারে।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.