আমাদের কথা খুঁজে নিন

   

অসম্ভব সুন্দর আমাদের গ্রাম



বছরে একবার বাড়িতে যাওয়া হয়। আমাদের গ্রামের নাম কালিদিয়া। বাগেরহাট সদর থেকে মাত্র দুই কিলোমিটার দুর। এই গ্রামের লোক সংখ্যা খুবই কম। গোটা গ্রামে হাটলে আপনার চোখে হাতে গোনা ২/৩ জন লোক চোখে পড়তে পারে।

গ্রামের এক মাথা চলে গেছে নদীর পাড়ে। আবার পাড় ঘেঁষে রাস্তা চলে গেছে ভিন্ন গ্রামে। মাঝামাঝি রয়েছে শ্মশান ঘাট। রাতের বেলাতো দুরের কথা দিনের বেলায়ও আমরা শ্মশান ঘাটের ঐ দিকটায় যেতাম না। আমাদের আড্ডা ছির গোলবন ঘিরে।

আগে দেখা যেত অধিকাংশ ঘর কাঁচা এবং ছাউনি গোল পাতার, বর্তমানে প্রায় ৯০% বাড়িই পাকা। আদর্শের বিচারে কালিদিয়া গ্রাম গোটা বাগেরহাটে নাম্বার ওয়ান। এখানে নাই কোন মারা-মারি হানা হানি। গ্রামের অর্ধেক সংখ্যক লোক হিন্দু হলেও তাদের উপর কোন অত্যাচারের রেকর্ড নাই। আছে বেশ কিছু ব্যবসায়ী, যাদের মধ্যে সাধন বাবু যিনি সদর ঘাটের ঢাকা ফার্মের মালিক।

চমৎকার এই গ্রামের কিছু ভিউ আপনাদের সামনে তুলে ধরছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।