আমাদের কথা খুঁজে নিন

   

প্রীতম : গায়ক থেকে নায়ক

ব্যতিক্রমী গানের জন্য গায়ক প্রীতম আহমেদ পরিচিত। সমকালীন জ্বলন্ত ইস্যুগুলোতে তার ঝাঁঝালো গানও শ্রোতাদের রক্ত আন্দোলিত করেছে। এতদিন গান আর গিটার হাতে মানুষকে সচেতন করলেও এবার তিনি নায়ক হচ্ছেন_ চলচ্চিত্রের নায়ক। এরই মধ্যে প্রায় সব কিছু চূড়ান্ত করে ফেলেছেন তিনি। চলচ্চিত্রটির নাম 'মহুয়া মঙ্গল'।

নির্মাণ করবেন অ্যামি অ্যাওয়ার্ড বিজয়ী অন্যতম নারী নির্মাতা রওশন আরা নিপা। ময়মনসিংহ গীতিকার 'মহুয়া সুন্দরী' গল্পের ছায়া নিয়ে এটির চিত্রনাট্য তৈরি করেছেন নিপা নিজেই। আর তাতে বিদেশ ফেরত লোকসংস্কৃতি গবেষক চরিত্রে অভিনয় করবেন প্রীতম আহমেদ। চলচ্চিত্রটির শুটিং শুরু হবে নতুন বছরের প্রথম থেকে কেরানীগঞ্জের বিভিন্ন লোকেশনে। বর্তমানে শুটিং প্রস্তুতি চলছে।

পাশাপাশি চলছে অন্যান্য অভিনয়শিল্পী নির্বাচন প্রক্রিয়া।

প্রীতম বলেন, 'আমি খুব করেই চাই অভিনয় করতে। এই প্রস্তাবটা সবদিক থেকেই আমার পছন্দের সঙ্গে মিলে গেছে। তাই গ্রহণ করলাম। '

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.