আমাদের কথা খুঁজে নিন

   

পরোপকারের ফজিলত

ইসলামে মানবকল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রতিটি মুমিন যাতে অপরের কল্যাণের জন্য ব্রতী হয় সে শিক্ষা দেওয়া হয়েছে পবিত্র কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। ইসলামে মানব কল্যাণবিষয়ক নীতিমালার অন্যতম হলো পরোপকার। এটিকে মুমিনদের সৎ গুণ হিসেবে বিবেচনা করা হয়। একজন মুসলমান অপর মুসলমানই শুধু নয় সমাজের অন্য মানুষের বিপদে তার পাশে দাঁড়াবে এটাই ইসলামের শিক্ষা।

উত্তম আচরণ, বিপদে পাশে দাঁড়ানো, পরোপকারের অন্তর্ভুক্ত। এমনকি দানশীলতাও পরোপকারের অংশ। পবিত্র কোরআনে আল্লাহপাক পরোপকারকে উৎসাহিত করেছেন। আল্লাহ মানুষকে সব দিক দিয়েই অনুগ্রহ করেন। একজন মানুষ অপর মানুষের প্রতি সহানুভূতিশীল হোক আল্লাহ তা দেখতে চান।

সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াতে বলা হয়েছে, 'তুমি অনুগ্রহ কর যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করিয়াছেন। ' বুখারি ও মুসলিম শরিফের হাদিসেও পরোপকারকে গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'মুসলমান মুসলমানের ভাই, সে তার ওপর জুলুম করতে পারে না। তাকে নিরাপত্তাহীনতায় ছেড়ে দিতে পারে না। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণে এগিয়ে আসবে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেবেন।

যে ব্যক্তি কোনো মুসলমানের দুঃখ-কষ্ট দূর করে দেবে আল্লাহ কিয়ামতের দিনে তার দুঃখ-কষ্ট দূর করে দেবেন। যে ব্যক্তি মুসলমানের দোষ ঢেকে রাখবে কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ঢেকে রাখবেন। '

পরোপকার এক মানুষের সঙ্গে অন্য মানুষের সুসম্পর্ক স্থাপনে সহায়ক হয়। সমাজে আস্থার সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখে। পারস্পরিক নির্ভরতার পরিবেশ গড়ে তোলে পরোপকারের মনোভাব।

আল্লাহ মানুষকে ক্ষমতা দেন, আর্থিক সচ্ছলতা দান করেন। আল্লাহর এই করুণাকে মনে রেখে প্রতিটি মানুষের উচিত অপরের দিকে হাত বাড়ানো। অপরকে ভালো কাজে সহায়তা করাকে নিজের দায়িত্ব হিসেবে ভাবা। আল্লাহ আমাদের সবাইকে পরোপকারের তাওফিক দান করুন।

লেখক : খতিব, আল আমিন জামে মসজিদ, খুলনা।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.