আমাদের কথা খুঁজে নিন

   

৩ মাসে ঢাকার যানজট অনেকটা দূর করা সম্ভব!



গেজেট প্রকাশ করে প্রথম মাসে পরিকল্পনা করতে হবে নিম্নবর্ণিত উপায়ে- শিগগীরই ঢাকার রাস্তা যানজট মুক্ত করতে- ১. আগামী মাস থেকে (নভেম্বর) গাবতলী, মহাখালী, যাত্রাবাড়ি, আব্দুল্যাহপুর এবং সদরঘাট থেকে কোন প্রাইভেট কার বা মাইক্রোবাস ঢাকার ভিতরে ঢুকলে প্রতি কিলোমিটারে ২০০ টাকা হারে উচ্চ ট্যাক্স আরোপ করা হবে। ২. আগামী ২ মাসের (ডিসেম্বর) মধ্যে ১০০০ বি আর টি সি বাস বিভিন্ন রুটে নামানো হবে। ৩. কোন লোকাল বাস সিটিং/সিটিং বাস লোকাল হতে পারবে না। দুইয়ের যে কোন একটি হলে বাসের লাইসেন্স বাতিল করা হবে। ৪.কোন পথচারি ওভারপাস ব্যবহার না করলে ৫০ টাকা জরিমানা করা হবে।

৫.কোন মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ট্রাফিক সিগন্যাল অমান্য করবেন না । প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করবেন। ৬. ৩ মাসের সময় সীমা দিয়ে লক্কর ঝক্কর বাসগুলো রিপ্লেস না করলে লাইসেন্স বাতিল করা হবে। ঢাকার শতকারা ৮০ ভাগ রাস্তা দখল করে থাকে ৭-৮% বিলাসী মানুষদের বিলাসবহুল গাড়ি। দুইটি প্রাইভেটে সাধারণত যাত্রী থাকে গড়ে ৫ জন অথচ জায়গা নেয় ৪০ সিটের একটি বাসের বিষয়টি সবাই ভেবে দেখবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।