আমাদের কথা খুঁজে নিন

   

যতীন সরকারের জন্মদিনে নানা আয়োজন

পৌর শহরের সাতপাই এলাকায় যতীন সরকারের বাসভবন বানপ্রস্থে রোববার বিকাল ৪টায় ৭৮টি প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। বর্তমানে তিনি স্ত্রী কাননবালা সরকারসহ সেখানে বসবাস করছেন।
৭৮তম জন্মদিন উদযাপন পর্ষদ নেত্রকোনার সদস্য সচিব এ টি এম এ রাজ্জাক জানান, সমবেত সংগীতে বরণ, কেক কাটা, বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা জ্ঞাপন, উপহার প্রদান, যতীন সরকারের জীবন, সাহিত্য ও কর্মের ওপর প্রবন্ধ পাঠ, আলোচনাসভা ছাড়াও তাদের আয়োজনে থাকছে কবিতা পাঠ।
আরো রয়েছে সুনীল কর্মকার, নুরু বাউল, হাসেম বয়াতির বাউলগান এবং কবি নজরুল বিশ্ববিদ্যালয় উদীচীর পরিবেশনায় গীতি আলেখ্য। 
রাষ্ট্রের সর্ব্বোচ্চ সম্মান শিক্ষায় স্বাধীনতা পুরস্কারের পাশাপাশি যতীন সরকার পেয়েছেন বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, রবীন্দ্র পদক, শ্রুতি স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারসহ ১৫টিরও বেশি পুরস্কার, পদক ও সম্মাননা।
কেন্দুয়া উপজেলার চন্দ পাড়া গ্রামে ১৯৩৬ সালের এই দিনে দরিদ্র পরিবারে জন্ম নেন যতীন সরকার।
১৯৫৪ সালে মেট্রিকুলেশন এবং ১৯৬৩ সালে রাজশাহী বিশ্ব বিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ পাশ করেন। ১৯৬৪ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেন।
সাহিত্যের কাছে প্রত্যাশা (১৯৮৫), বাঙালির সমাজতান্ত্রিক ঐতিহ্য (১৯৮৬), সংস্কৃতির সংগ্রাম (১৯৮৮), মানবমন, মানবধর্ম ও সমাজবিপ্লব (১৯৯০), বাংলাদেশের কবিগান (১৯৮৫,২০১০), গল্পে গল্পে ব্যাকারণ (১৯৯৪, ২০১০), পাকিস্থানের জন্ম-মৃত্যু দর্শন (২০০৫,২০১০), দ্বিজাতিতত্ত্ব, নিয়তিবাদ ও বিজ্ঞান চেতনা (২০০৬), পাকিস্থানের ভূত দর্শনসহ (২০১৩) তার ৩৬টি বই প্রকাশিত হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.