আমাদের কথা খুঁজে নিন

   

চটগ্রামে পুলিশের গাড়িতে শিবিরের হাতবোমা, আহত ৩

রোববার সকালে পাঁচলাইশ থানাধীন বাদুরতলা এলাকায় শিবির কর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে এ হামলা চালায় বলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ জানান।
পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছে।
আহতরা হলেন, কনস্টেবল জুয়েল (৩০), কনস্টেবল মো. হাশেম (৫০) ও সময় টিভির ক্যামেরাম্যান আশরাফুল ইসলাম মামুন।
অতিরিক্ত উপ-কমিশনার শহীদুল্লাহ জানান, শিবির কর্মীরা মিছিলের জন্য জড়ো হচ্ছে খবর পেয়ে পুলিশের একটি পেট্রোল দল বাদুর তলার দিকে গেলে শিবির কর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ও ঢিল ছোড়ে। এতে দুই পুলিশ সদস্য মাথায় আঘাত পান।


আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহীদুল্লাহ জানান, হামলার পর পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পালানোর সময় তিন শিবির কর্মীকে আটক করা হয়।
এদিকে হামলার ভিডিও ধারণ করার সময় শিবির কর্মীদের রোষের মুখে পড়েন সময় টিভি চট্টগ্রাম ব্যুরোর ক্যামেরাম্যান আশরাফুল ইসলাম মামুন।
সময় টিভির চট্টগ্রাম অফিসের ব্যুরো ইনচার্জ কমল দে জানান, শিবিরকর্মীরা মামুনকে লাঠি দিয়ে আঘাত করে এবং তার ক্যামেরা ভাংচুর করে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।