আমাদের কথা খুঁজে নিন

   

বান্দর বৃত্তান্ত

কালের শপথ

বান্দর মহা খুশী। ইদানিং সবাই দেখি, সব ব্যাপারেই তার কাছে দৌঁড়ে আসে। সেদিনও ''স্ত্রীর সামনে স্বামীর বায়ু নিসরন করা কেন অপরাধ হবেনা?'' শীষর্ক মহা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দিয়ে বান্দর ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। বিলাইরা গেছিল বান্দরের কাছে। কালো বিলাই, সাদা বিলাই, ধুসর বিলাই, ডোরাকাটা বিলাই।

ডোরাকাটাদের এক দফা,এক দাবী। দাবী কি? ''জাতীয় সেরা বিলাই কম্পিটিশনে'' পরীক্ষার প্রশ্নে তাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে ভুল প্রশ্ন দেয়া হয়েছিল। অতএব পরীক্ষা বাতিল কর। কার কাছে যাওয়া যায়? দেশে সবচেয়ে জ্ঞানী নাকি রমনা পার্কের কাছেই গাছে থাকা বান্দরগুলো। বান্দর আর কি বিচার করব? তার মতো থার্ড ক্লাস পাওয়া বান্দরের কাছে বিলাইগুলো আসে, এটাই তো বড় পাওয়া।

বান্দরও খুশী। মনে মনে বিলাইগুলির বোকামীর জন্য ফ্যাক, ফ্যাক করে হাসে। ভাবে, মুর্খ গুলো ভালো করেই জানে ঈশপের আমলে সম পরিমাণ পিঠা বিতরন করতে গিয়ে সবগুলো যে আমার পেটেই গেছিল, এর পরেও মুর্খ বিলাইদের শিক্ষা হয়নি। আয়! আবার আয়! এবার পিঠা কেন, তোদের যা আছে সবই খাব। বিলাইরা সব খুলিয়া বলিল।

সব শুনিয়া মহা জ্ঞানী বান্দর রায় দিল, ডোরাকাটা বিলাইদের সব ভুল প্রশ্নে নম্বর দেয়া হউক। কেউ সঠিক লিখিলে তাহাতেও ভুল হিসাবে নম্বর দেয়া হউক আর কেহ ভুল লিখিলে তাহাও ভুল বিবেচনায় পূর্ণ সঠিক নম্বর দেয়া হউক। কালো বিলাই, সাদা বিলাই, ধুসর বিলাইদের মাথায় হাত। ভুল প্রশ্ন যদি সঠিক হোত, তাহলেও কি ডোরাকাটারা পুরো নম্বর পেত? তাহলে বাকীদের প্রশ্নে ভুল না হওয়াটাই তো অভিশাপ হয়েছে এবার? সকলে মিলে আবার বান্দরের কাছে সমস্বরে দাবী জানালো এবং নতুন আদেশ চাইলো, ''কেন সকল সেটে সমান সংখ্যক ভুল থাকবেনা ও না থাকাটা শাস্তি যোগ্য বিবেচিত হবেনা?''


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।