আমাদের কথা খুঁজে নিন

   

‘দেশি পাটের জিনগঠনও উন্মোচিত’   

রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সাফল্যের কথা ঘোষণা করেন।  
পাট নিয়ে এই গবেষণায় নেতৃত্ব দেয়া বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলমও গণভবনে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, “তোষা পাটের সঙ্গে দেশি পাটের জীবনরহস্য উন্মোচনের কাজও আমাদের বিজ্ঞানীরা শেষ করেছেন। পাটের জিনোমের পূর্ণাঙ্গ তথ্য এখন আমাদেরই হাতে।
“এটা বাংলাদেশের সম্পদ।

বাংলাদেশের বিজ্ঞানীরাই এটা আবিস্কার করেছেন। ”
এই গবেষণায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের গবেষক মাকসুদুল আলম বলেন, “এখন বিশ্বে যেখানে পাট নিয়ে যে গবেষণাই হোক, কেউ আর আমাদের ইগনোর করতে পারবে না। পাটের সমস্ত রহস্য এখন আমাদের হাতে। ”
গবেষণার সার্বিক অগ্রগতি জানতে সোমবার সকাল ১০টায় তার গবেষণা কেন্দ্রে সাংবাদিকদের যাওয়অর আমন্ত্রণ জানান মাকসুদুল আলম।


এর আগে প্রথমবারের মতো তোষা পাটের জিনোম সিকোয়েন্স উন্মোচন করে বিশ্বে সাড়া ফেলে দেন এই বাংলাদেশি বিজ্ঞানী ও তার সহকর্মীরা।
এরপর তারা উন্মোচন করেন ম্যাক্রোফমিনা ফাসিওলিনা নামের এক ছত্রাকের জিন-নকশা, যা পাটসহ প্রায় ৫০০টি উদ্ভিদের স্বাভাবিক বিকাশে বাধা দেয়।
তাদের ওই দুটি সাফল্যের খবর প্রধানমন্ত্রী শেথ হাসিনাই প্রথম দেশবাসীকে জানান।  
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, বিমান মন্ত্রী ফারুক খান, পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।    


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।