আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশে, দেশি বিচারক

এশিয়ার বিভিন্ন দেশের বিউটি সেগমেন্ট নিয়ে কাজ করা দক্ষ কর্মীদের নিয়ে ফিলিপাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতা।
ম্যানিলায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই বিউটিফিকেশন আসরে রূপবিশেষজ্ঞরা হেয়ার কাটিং, হেয়ার সেটআপ আর মেইকআপ নিয়ে প্রতিযোগিতায় লড়বেন। সেরা ১০জন এশীয়দের মধ্য থেকে বেছে নেয়া হবে একজন চ্যাম্পিয়ন অফ দি ইয়ার।
 

এই প্রসঙ্গে কামরুল বলেন, “আমাদের দেশের রূপবিশেষজ্ঞদের দক্ষতা বাড়াতে নিয়মিত দেশের বাইরে প্রশিক্ষণে যাওয়া উচিত। মেইকওভার বিষয়ে যত বেশি আপডেট হব, আমরা তত বেশি ভালো সেবা দিতে পারব।

তবে দেশের মডেলদের ভিসা জটিলতা কমিয়ে আনা গেলে আমরাও আন্তর্জাতিক বিউটি-মেইকওভার কনটেস্টগুলোতে দেশীয় অংশগ্রহনকারীদের উদ্বুদ্ধ করতে পারব। শুধু আমি একা না, দেশের আরও বিউটি এক্সপার্টরা এগিয়ে এলে এই ইন্ডাস্ট্রি দেশের বাইরেও প্রতিনিধিত্ব করতে পারবে। ”
সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করলেও, নিজের উৎসাহে তিনি রূপবিশেষজ্ঞ হিসেবে কাজ করা শুরু করেন। ১৯৯৯ সালে গুলশান ১ নম্বরে গড়ে তোলেন নিজের প্রতিষ্ঠান ‘বান থাই বারবার এন্ড বিউটি স্যালন’।
গ্রাহকদের আরও ভালো সেবা দেওয়ার জন্য তিনি নানান দেশ থেকে প্রশিক্ষণ নিচ্ছেন।

ফিলিপাইন, সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং থেকে তিনি এই বিষয়ে ডিগ্রি নিয়েছেন।
উল্লেখ্য, আগামী ২৩ সেপ্টেম্বর হেয়ার এন্ড মেইকআপের আন্তর্জাতিক প্রতিযোগিতার চূড়ান্ত আসর  অনুষ্ঠিত হবে। সার্বিক তত্ত্বাবধানে থাকবে ফিলিপাইন ইন্টারন্যাশনাল কসমোটোলজিস্ট অ্যাসোসিয়াশন।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।