আমাদের কথা খুঁজে নিন

   

ফিমেল স্টারদের কাছে কচি স্বামীরাই বেশি পছন্দের

সুন্দর মনের থেকে সুন্দর শরীর অনেক আকর্ষণীয়।

Indecent Proposal আমার দেখা হলিউডের সেরা একটি ছবি। রোম্যান্টিসিজমের সাথে তাত্ত্বিক সংঘর্ষ থাকলেও ছবিটি আমার জীবনের রোম্যান্টিক পটভূমিকে আমূল পাল্টে দিয়েছে। ছবির নায়িকা ডেমি মূর, আমার প্রিয় নায়িকাদের তালিকায় নেই, এখনো নেই- তবে ছবিটির প্রিয় দৃশ্যগুলো বারবার দেখতে দেখতেই ডেমি মূরের জীবনের প্রতি অদ্ভূত এক পরিচয় গড়ে উঠেছে আমার। তার জীবনের রঙিন পরতগুলো, তাই ভেসেই বেড়ায় চোখের সামনে- অসাধারণ, দায়ভারহীন একটি জীবন।

অন্যদের কাছে ভিন্নরকম ঠেকলেও আমি আমার মতো করেই ভেবে আসছি ...। উপরোক্ত কথাগুলো অপ্রয়োজনীয় হলেও ফটোগ্রাফিক পোস্টের মধ্যে দু'চার লাইন টেক্সট না থাকলে মানায় না বলেই এই অপ্রাসঙ্গিক অবতারণা ...। তবে প্রসঙ্গত আমাকে দু'চারটে কথা বলতেই হবে, কারণ আমার বিষয় এখানে 'ফিমেল স্টারদের কাছে কচি স্বামীরাই বেশি পছন্দের'। পুরুষরা এবং বিশেষ করে পুরুষ তারকারা দীর্ঘকাল যাবতই কচি খুকু বিয়ে করে আসছে, এখনো তারা কচিতেই কুপোকাত। ব্যাপারটি নারীদের কাছেও দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে।

নিচে এ প্রবণতার একটা ছোটখাটো ফিরিস্তি উল্লেখ করছি। ডেমি মূর - এস্তন কুচার ডেমি মূরের জন্ম ১৯৬২ সালে। ১৯৮০ সালে বিয়ে করেন ফ্রেডি মূরকে, বছরচারেক পরই তাদের ডিভোর্স হয়ে যায়। এর বছরতিনেক পর বিয়ে করেন ব্রুস উইলিসকে, এ সংসার টিকে ছিলো প্রায় একযুগ। ২০০৫-এ তিনি বিয়ে করেন এস্তন কুচারকে।

এ স্বামীকে নিয়ে তিনি এখনো সংসার করে চলেছেন। এস্তন কুচার ডেমি মূরের চেয়ে বয়সে ১৬ বছরের ছোট। এলিজাবেথ টেলর - লরি ফোরতেনস্কি হলিউডের সর্বকালের সেরা অভিনেত্রীদের অন্যতম এলিজাবেথ টেলর। জন্ম ১৯৩২ সালে, লণ্ডনে। ক্লিওপেট্রা হিশেবে তার রয়েছে ঐতিহাসিক জনপ্রিয়তা।

এ অভিনেত্রী এ পর্যন্ত সাতটি বিয়ে করেছেন। সর্বশেষ বিয়ে করেছেন ১৯৯১ সালে, পাত্র লরি ফোরতেনস্কি। লরি এলিজাথের চেয়ে ২০ বছরের ছোট। অবশ্য এ বিয়ে টিকেছিলো মাত্র ৫ বছর। ফারাহ খান - শিরিষ কুন্দর বলিউডির বিখ্যাত কোরিওগ্রাফার ও ফিল্ম ডিরেক্টর ফারাহ খানের জন্ম ১৯৬৫ সালে।

২০০৪-এ তিনি বিয়ে করেন ফিল্ম মেকার শিরিষ কুন্দরকে। শিরিশের জন্ম ১৯৭৩-এ। তাদের বয়সের পার্থক্য ৮ বছরের, এখনও এ বিয়ে টিকে আছে। সুবর্ণা মুস্তাফা - বদরুল আনাম সৌদ বাংলা নাটকের প্রবীণ অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। হালের অনেক প্রতিষ্ঠিত অভিনেত্রীর স্টাইল আইকন তিনি।

শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরীদির সাথে বিয়েবিচ্ছেদের পর তিনি বিয়ে করেন নাট্যপরিচালক সৌদকে। সুবর্ণার জন্ম ১৯৫৯ সালে আর সৌদের জন্ম ১৯৭৬ সালে, তাদের বয়সের পার্থক্য প্রায় ১৭ বছরের। আরও অনেক কাহিনী আছে, এ বিষয়ে। পরে জানানো যাবে, আপাতত এ চারজনই ...।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।