আমাদের কথা খুঁজে নিন

   

আজকে রাতে যে গান তুমি শুনালে, সে গান ভুলা কভু যাবেনা, সে গান ভুলা কভু যায় না

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

"তোমার প্বার্শে বসে কাটিয়ে দিতে পারি হেমন্তের অজস্র রুপালী রাত। তোমার হাতে হাত রেখে হারিয়ে যেতে পারি উত্তাল বাতাসের সমুদ্র। তোমার বুকে মাথা রেখে চোখ বুজে আমি দেখতে পারি স্বর্গের সব কয়টা খোলা জানালা। " "তোমাকে ভালবেসে মাঝে মাঝে মনে হয় কখনও যদি তুমি হারিয়ে যাও সাঁওতালী মেঘের মতো, কখনও যদি তুমি হারিয়ে যাও মেঘে ঢাকা চাঁদের মতো।

তখনও আমি তোমারি প্রতিক্ষায় পথ চেয়ে রবো হাজারি বছর। " "জোনাকীর মতো জ্বলে জ্বলে যেদিন আমি নিঃশেষ হয়ে যাবো, সেদিনও কি তুমি থাকবে আমারি পাশে। সেদিনও কি তুমি বলবে কানে কানে তোমায় ভুলতে পারিনা, তোমায় ভুলা যায়না। " অনেক দিন একটা গান শুনেছিলাম। সে গানটার কিছু কাব্য কথা ছিলো ঐগুলো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.