আমাদের কথা খুঁজে নিন

   

অনুভূতি পব-১:-

জীবন একটা বাঁশ ঝাড়........খালি মুথা আর মুথা.....

অনেক গুলো দিন অতিক্রান্ত হল । তোমার সাথে শেষ দেখা এই তো সেদিন মনে হয়। তোমার স্বপ্ন গুলো কেমন যেন ফিকে মনে হয় দিন দিন । মনে হয় এই তো সেদিন তুমি আর আমি যখন সাইকেলে করে ফিরছিলাম তখন তুমি বললে আর কয়টা দিন তারপর আমার লোণটা পাশ হয়ে গেলে মটরসাইকেল কিনব। তারপর তুমি চলে গেলে কথাদিলে এক সাথে বাড়ি যাব শবেবরাতের ছুটিতে ।

তোমার বিয়ে নিয়ে কত কথা বলতাম তুমিতো হেসে উড়িয়ে দিতে । বন্ধুসভার কোন অনুষ্ঠান আছে কিনা দেখা হলেই জানতে চাইতে । আমরা যত গুলো অনুষ্ঠান করেছি তুমি ঠিকই সময় বের করে এসে দেখে যেতে। তুমি ছিলে আমার প্রতিটা কাজের বড় সমালোচক। মনে পড়ে ২৬ শে বৈশাখ শিলায়দহে আমার অনুষ্ঠান ছিল তুমি ভুলে আগের দিন চলে গিয়েছিলে ।

আমার যে অনেক স্মৃতি তোমাকে ঘিরে । দিনের পর দিন তোমাকে খুজেফিরছি কিন্তু কোথায় তোমাকে পাব বল তুমিতো সব কিছুর উর্ধ্বে । তুমি তো আমাদের একটুও সময় দিলে না তোমাকে নিয়ে কোন কিছু করার । আমার সবচেয়ে বড় কষ্ট হয় তুমি তো আমার এখানে অভিভাবক ছিলে আমি কি পারতাম না ? কখনও স্বীকার করতেনা তুমিএমন হয়ে যাচ্ছ কেন। কি এমন ক্ষতি হত? আমি তো বিশ্বাস করতে পারি নি তুমি এভাবে চলে যাবে ।

দিন দিন সবাই কত সহজ হয়ে যাচ্ছে কিন্তু আমি তো পারছিনা । সব সময় কেবলই মনে হয় তুমি ফোন করে বলবে বাড়ি যাবি কবে । আমি এখন ঠিকই বাড়ি যায় কিন্তু তোমার ফোন আর আসেনা । ২১শে আগষ্ট সকালে যখন আসাদুল ভাই ফোন করে আমিতো আসাদুল ভায়ের কথা বিশ্বাস করিনি ,আমি জানতাম তুমি ঠিক আছ তাই তোমাকেই ফোন করে ছিলাম । আমি তোমার নিথর দেহ দেখেও বিশ্বাস করিনি মনে হয়েছিল তুমি ঘুমিয়ে আছ।

তোমার ঘুম ভাঙ্গাবো বলে বার বার বাড়িতে ফোন দিচ্ছিলাম ,একবারের জন্যেও মনে হয়নি তুমি মারা গেছ। তুমি ঠিকই তোমার কথা রেখেছ আমাকে সাথে নিয়ে বাড়ি গেছ। আর আমি কি পেয়েছি জান তোমার নিথর দেহ। বারবার মনে হয়েছে ফুপু কে কি বলব তিনি তো বাড়ি গেলে কথা জানতে চাইবেন। ভাই আজ তোমার কথা খুব বেশি মনে পড়ছে ।

আজ কতদিন হয়ে গেল কেউ জানতে চায়না আমার কথা । ভাই তোমায় খুব বেশি মনে পড়ে - খুব বেশি মনে পড়ে । মহান আল্লাহ তায়ালা তোমায় চির শান্তিতে রাখুন এই কামনায় করি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।