আমাদের কথা খুঁজে নিন

   

ফিজিক্যাল সার্চ ইঞ্জিন - ভূগোল

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

সাদা রিবন হারিয়ে গেলে একছত্র বায়ব্য গুগলের প্রয়োজন অলিতে গলিতে খুঁজে দেবে এই গোলকের শতাব্দী-কালে কোন এক দশকে অথবা বৎসরে, মাসে কিংবা দিবসের চোরাগুপ্তা আবাসনে! এখন সব থেকে দুরন্ত ইন্টারনেট যানেও পিন্ডি পিন্ডি চেকপোস্ট প্রত্যেকের হাতে উদগ্র ভোগ্য - নিরামিষ বিনোদন অজস্র হাওয়াই জাহাজ আর ল্যান্ডিং হ্যাংগারে আমাদের দেহ ভাজ করা। সাদা রিবনটা ছিল আমার একমাত্র বন্দীশালা নিজেকে আটকে রেখে বারবার মৃত্যু দেখার হারিয়ে গেলো আজ সকালেই বা গতকাল আগের মাসে অথবা আগের বৎসরে অথবা ভবিষ্যতের কোনো কালের গহবরে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।