আমাদের কথা খুঁজে নিন

   

ফুলটোগ্রাফীঃ এবার বাংলার ফুল (ছবিব্লগ)

চুপ!
১ গোলাপ নিজের দেশের সুন্দর ফুলগুলোর কোন ছবি না দিয়ে ভারতের ছবিগুলোর পোস্ট দিয়েছি বলে একটু অপরাধবোধে ভুগছিলাম। নানা সময়ে অবচেতনভাবে তোলা ফুলের ছবিগুলো নিয়ে এই পোস্ট দিলাম। ছাত্রাবস্থায় ল্যান্ডস্কেপ ডিজাইন স্টুডিও ও ইন্টেরিয়র ডিজাইন স্টুডিও তে আউটডোর ও ইনডোর প্ল্যান্টস নিয়ে কাজ করলেও গাছটা নিয়েই চিন্তিত ছিলাম, ফুলের ব্যাপারটা ভাবার আগেই প্রোজেক্ট শেষ হয়ে যেত, ওগুলো ঘাটলে হয় তো ফুলের উপর তথ্যবহুল পোস্ট দিতে পারতাম! কিন্তু এখন ভাবছি অতীতের পোস্টমর্টেম নয়- শুধুই ফুলের সৌন্দর্য এক্সপ্লোর করতে কয়েকদিন ক্যামেরাঘূর্ণনে বের হবো। সকাল থেকে গুমোট হয়ে থাকা মনটা এই ছবিগুলো দেখে যে হালকা হয়ে উড়তে পারছে! হৃদয়টাকে যে আমি আরো উড়তে দিতে চাই......। ২ নয়নতারা (?) ৩ জিনিয়া (?) ৪ কসমস ৫ চন্দ্রমল্লিকা ৬ পেয়াঁজ ফুল (?) ৭ জলপদ্ম ৮ কচুরি পানার ফুল ৯ শিম ফুল ১০রাঁধাচূড়া ১১গাঁদা ১২ অনেক ফুলের পর এবার কাঁটা
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।