আমাদের কথা খুঁজে নিন

   

স্প্যানিশ কনকুইসটোডোরদের যোদ্ধা-কুকুর

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
যোদ্ধা-কুকুর। অতি প্রাচীন কাল থেকেই যুদ্ধে কুকুরের ব্যবহার ছিল। ১৭৬০ খ্রিস্টপূর্বে ব্যবিলনের ষষ্ট রাজা হাম্মুরাবি যোদ্ধা- কুকুর ব্যবহার করেছিলেন বলে জানা যায়।

এছাড়া প্রাচীন মিশর, গ্রিক, পারস্য, ব্রিটন ও রোমান সৈন্যবাহিনীতে যোদ্ধা-কুকুর অর্ন্তভূক্ত ছিল। রোমানরা দক্ষিণ-পূর্ব ইউরোপের এক বলিষ্ট জাতের কুকুর ব্যবহার করত। তবে রোমানরা যখন বিট্রেন আক্রমন করল তখন এই কুকুরগুলি ব্রিটেনিয়ার শক্তিশালী মাসটিফ কুকুরের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে টিকে থাকে নি । রোমানরা মাসটিফ কুকুর নিয়ে আসে এবং ক্রমে তা এশিয়া, আফ্রিকা ও ইউরোপের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে । যা হোক।

ষোড়শ শতকে স্প্যানিশ কনকুইসটোডোররা (বিজেতারা) দক্ষিণ আমেরিকায় অ্যাকটেক সাম্রাজ্যে অভিযানের সময় এই ভয়ঙ্কর মাসটিফ যোদ্ধা কুকুর নিয়ে গিয়েছিল। রণাঙ্গনে ও নিষ্ঠুরতায় এসব যোদ্ধা-কুকুরের ভূমিকা ছিল রোমহর্ষক ... অ্যাজটেক সাম্রাজ্য। সাম্রাজ্যটি অ্যাজটেক সম্রাট আহুইটজটল এর শাসনামলে ১৪৮৬-১৫০২ খ্রিস্টাব্দে উন্নতির চরম শিখরে উপনীত হয়েছিল। ১৫১৯ খ্রিস্টাব্দের ফেব্র“য়ারি মাসে অ্যাজটেক সাম্রাজ্যে স্প্যানিশ কনকুইসটোডোরদের সামরিক অভিযান আরম্ভ হয়। এবং সে অভিযান শেষ হয় ১৫২১ সালের ৩১ আগস্ট।

ওই সময়ে অ্যাজটেক সম্রাট ছিলেন দ্বিতীয় মোকটেযমা। আগেই বলেছি ষোড়শ শতকে স্প্যানিশ কনকুইসটোডোরদের দক্ষিণ আমেরিকায় অ্যাকটেক সাম্রাজ্যে অভিযানের সময় এই ভয়ঙ্কর মাসটিফ যোদ্ধা কুকুর নিয়ে গিয়েছিল। যখন হেননান কোরটেস ১৫১৯ খ্রিস্টাব্দে ইউকাটান উপসাগরে পাল ওড়ালেন তখন তার নৌবহরে ৫০০ সৈন্য, ১১টি ঘোড়া এবং যোদ্ধা-কুকুর ছিল। স্প্যানিশ সৈন্যরা এর আগেই ইউরোপে এসব যোদ্ধা-কুকুর ব্যবহার করেছে। বিশেষ করে ততদিনে আইবেরিয় উপদ্বীপ থেকে মুসলিম মুরদের বিতাড়িত করেছে স্পেন।

যে কারণে নতুন বিশ্বে যোদ্ধা-কুকুর আনতে স্প্যানিশ কনকুইসটোডোররা দ্বিধা করেনি। স্প্যানিশ কনকুইসটোডোর । কনকুইসটোডোর মানে বিজেতা। এরা ছিল স্পেনিশ সৈন্য এবং এক্সপ্লোরার। রেঁনেসা ও এলিজাবেথিয় যুগে ‘নতুন বিশ্বে’ (উত্তর ও দক্ষিণ আমেরিকা) যে অভিযান চলছিল তা নিয়ন্ত্রন করত স্প্যানিশ কনকুইসটোডোররা ।

এদের সফলতায় প্রাচ্যের মসলা বানিজ্যে একচেটিয়া অধিকার প্রতিষ্ঠিত হয় এবং স্পেনের জন্য প্রভূত সম্পদ বয়ে আনে। ব্রিটিশ মাসটিফ। স্প্যানিশ কনকুইসটোডোরদের যোদ্ধা কুকুরগুলি আসলে ছিল উলফহাউন্ড, ডিয়ারহাউন্ড এবং মাসটিফ এর মিশ্রন। এদের ওজোন ছিল প্রায় ৯০ পাউন্ড এবং দাঁড়ানো অবস্থার উচ্চতা আড়াই ফুট। বলাবাহুল যোদ্ধা-কুকুরগুলি ছিল শক্তিশালী, দ্রুতগতির এবং নির্ভয়।

স্প্যানিশ কনকুইসটোডোররা কুকুরগুলি বিশেষ যত্ন নিত। অ্যাজটেকরা আড়াল থেকে তীর ছুঁড়ত; এ কারণে কুকুরগুলির শরীরে কম্বলের ঢাল পরিয়ে দিত। তাছাড়া, কুকুরগুলির গলবন্ধনী (কলার) ছিল স্পাইকযুক্ত চামড়ার। উলফহাউন্ড ডিয়ারহাউন্ড অ্যাজটেকদের বিরুদ্ধে বিচ্ছিন্ন লড়াইয়ে কিংবা বড় ধরনের যুদ্ধে এসব যোদ্ধা-কুকুর সরাসরি অংশ নিত। অবশ্য এদের প্রধান ভূমিকা ছিল পাহারা দেওয়া, শক্রুর অবস্থান চিহ্নিত করা এবং পলাতক শক্রর খোঁজ করা।

কখনও- কখনও পলাতক শক্রপক্ষের দিকে এদের লেলিয়ে দেওয়া হত। পরিনতি অনুমান করা কঠিন নয়। অ্যাজটেক যুদ্ধ। অ্যাজটেকদের বিরুদ্ধে বিশেষ সহযোগীতা করত বলে স্পেনিশ স্প্যানিশ কনকুইসটোডোরদের কাছে যোদ্ধা-কুকুরগুলি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অভিযানের শুরুর দিকে।

যদিও প্রথম প্রথম কুকুরগুলির সরবরাহ কম ছিল। যা হোক। অ্যাজটেক যুদ্ধাস্ত্রর বিপক্ষে স্প্যানিশ কনকুইসটোডোরদের কামান, বন্দুক, ক্রশবো, স্টিলব্লেড, ঘোড়া এবং যোদ্ধাকুকুরের বিশেষ সুবিধা ছিল। বিশেষ করে রণাঙ্গনে হিঃস্র যোদ্ধা- কুকুর দেখে অ্যাজটেকরা মানসিকভাবে বিপর্যস্ত বোধ করত। অ্যাজটেকদের কুকুর অপরিচিত না-হলেও স্পেনিশ যোদ্ধা-কুকুর ছিল শক্তিশালী ও বলিষ্ট গড়নের।

স্পেনিশ কনকুইসতাদোরদের ইঙ্গিতে হিঃস্র কুকুরগুলি স্থানীয় অ্যাজটেক জনগনের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের নিষ্ঠুর ভাবে ছিন্নভিন্ন করত। ঐতিহাসিক নথিপত্রে দেখা যায় যে- রণক্ষেত্রের বাইরে এদের (অপ) ব্যবহার ছিল বেশি। সেই নির্মমতার চিত্র কখনও স্প্যানিশ কনকুইসটোডোররা যোদ্ধা-কুকুর নিয়ে বড় ভয়ানক খেলা খেলতেন। বন্দিদের ছেড়ে দেওয়ার অভিনয় করতেন। তারপর ...ইউরোপে শিকারী হাউন্ড যেভাবে শেয়াল ধরে ঠিক সেই ভাবে যোদ্ধা-কুকুর সেই বন্দিকে ছিঁড়ে ফেলত।

পুয়োর্ত রিকোর গভর্নর জুয়ান পনস দি লেওন দাসবিদ্রোহ দমন করতে যোদ্ধা-কুকুর ব্যবহার করেছিলেন। তিনি কুকুর দিয়ে স্থানীয় জনগনকে ভয় দেখাতেন। তার হিংস্র কুকুরগুলি জনমনে আতঙ্ক তৈরি করেছিল। আরেক স্প্যানিশ কনকুইসটোডোর নুনেজ বালবোয়া; তিনিও কুকুরের দল নিয়ে পানামা অভিযানে বেরিয়েছিলেন। He used these dogs to tear apart natives captured in battle, including caciques (tribal overlords), to set an example to other potentially hostile tribes. সামরিক বাহিনীতে আজও কুকুরের ব্যবহার হয় স্প্যানিশ কনকুইসটোডোরদের নতুন বিশ্বের অভিযানের কারণ হিসেবে এই কথাও বলা হয়: : The people of Spain adhered to the Catholic religion. Many were fanatical about their religion – the Spanish Inquisition was an example of this. The idea of spreading the Catholic faith to heathen races was seen as a primary reason for the Spanish Conquistadors to undertake voyages of discovery. তথ্য ও ছবি।

ইন্টারনেট।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.