আমাদের কথা খুঁজে নিন

   

মেস০০৭ Vs রূপসা ০০৭ !

সামু ব্লগ ভালবাসি। নিয়মিত ব্লগ পড়ি।
আজ সারাদিন ই বলতে গেলে সামুতে আছি। একটু পর পর ই ঢুকে ব্লগ পড়ি। তবে অন্যদিনের চেয়ে আজ একটা জিনিস চোখে বাধঁলো, এবং তা হল মেস০০৭ এর ঘনঘন পোস্ট।

রাজনীতি বিষয়ক এ পোস্টগুলোতে পক্ষালম্বন করে আ'লীগ সরকারের গুণগান এবং বিরোধীদলের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করা হয়েছে। এটা আলোচ্য বিষয় নয়। বিষয় হল, মেস০০৭ আজ (১৮ আগস্ট, ১৩) মোট ১০টি পোস্ট লিখেছেন যা আমাকে অবাক করেছে। আমি এর আগে এমনটি দেখিনি! উনার পোস্ট আর্কাইভ আগস্ট,২০১৩(১৪), জুলাই,২০১৩(৫৬), জুন,২০১৩(২২) আরেকটি বিষয় হল মেস০০৭ এর পোস্টের সাথে রূপসা ০০৭ এর পোস্টের অনেক মিল । যিনিও (রূপসা ০০৭) কয়েকদিন আগে ঘনঘন পোস্ট লিখতেন।

রূপসা ০০৭- পোস্ট আর্কাইভ আগস্ট,২০১৩(১৭), জুলাই,২০১৩(৬৫), জুন,২০১৩(৫৯), মে,২০১৩(৪১), এপ্রিল,২০১৩(২৮) আমি জানিনা তার রূপসা ০০৭ আইডি ব্যান খেয়েছে কিনা! তবে আশা করছি তিনি যেকোনো একটি আইডি নিয়েই লিখবেন। এরকম পোস্ট লিখতে চাইনি, তবে অনেকেই আছেন একটি আইডিতে লেখেন এবং আরেকটি দিয়ে শুধুমাত্র মন্তব্য করেন (প্রধানত গালাগালের মাধ্যমে ভিন্নমতাদর্শীদের ঘায়েল করা)। তাই আমার মতে, এরকম করা শোভনীয় নয়। ব্লগের পরিবেশ সুন্দর রাখতে আশা করছি সবাই মূল আইডি দিয়ে লিখবেন এবং মন্তব্য করবেন।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।