আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ লিখছি ৩ বছর ৩ দিন

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

পুরানো প্যাচাল ট্যা ট্যা করে বলার কিছু নাই। এইটা একটা অভ্যাসের পোস্ট। ব্লগিয় অলিখিত তরিকার লিখিত পালন। একদা বিপুল উদ্দিপনা নিয়া ব্লগ বর্ষপূর্তি পোস্ট লিখছিলাম, সঙ্গে ছিল দীর্ঘ প্রবাস জীবন পর সদ্য দেশে ফেরার অসম্ভ উত্তেজনা! জীবন বয়ে যায়, আস্তে ধীরে একদিন ব্লগের বয়স দুই হয়।

ততদিনে ব্লগের চার্ম ফিকা হতে শুরু করেছে। তবুও লিখতে ইচ্ছে হল, লিখেও ছিলাম ব্লগে দুই বছর কাটিয়ে দেয়ার গপ্প। এক সময় ২৫ ব্লগ ৫০ ব্লগ ৫০ হাজার হিট ১ লাখ হিট এইসব নিয়েও ব্লগ লেখা হলে মজাই লাগত। এখন এসব একঘেয়ে হয়ে গেছে। আজ ব্লগ খুলে দেখি আরো একটা বছর ব্লগা ব্লগিতে পার করে দিয়েছি কেমন! মোটেও আর এনিয়ে ব্লগ লিখবার ধৈয্য বা ইচ্ছে হচ্ছে না।

তবুও লিখলাম কি আশ্চর্য্য! ব্লগে এখন প্রচুর ব্লগার চেনা জানা ব্লগারদের অনেকেই যার যার পথ ধরে চলে গেছেন। অন্য আর কারো কারো মত আমিও অভ্যেসের একাউন্টএ এসে লগিন করি। ইচ্ছে হলে ছাইপাস লিখি আবার মুছে ফেলি। এই ব্লগটাকে এক সময় মোহের মত লাগত সেই মোহ কেটে গেছে। এখন ফিরে আসি এখানে লিখে রাখা কিছু প্রিয় মুহূর্ত গুলোর টানে।

হয়ত সেই কখনো কারো একটা কমেন্ট পেয়ে ভাললাগা কোন স্মৃতি মনে হয়! মনে হয় রাতবিরেতে হুট করে লিখে ফেলা ব্যাক্তিগত কোন আবেগ অনুভূতি ইচ্ছা অনিচ্ছার কথা। ব্যাস এটুকুই। এই ব্লগে আমার নিজের কিছু লেখা মাঝে মাঝে মনে হলে পড়ি। ভাবি, এখানে লিখবার সুযোগ না পেলে জীবনেও হয়ত তা আর লেখা হতো না কোন দিন! এই কৃতজ্ঞতা এই ব্লগ স্রষ্টাদের কাছে আজীবনের। ধন্যবাদ সামু, ধন্যবাদ ব্লগ বন্ধুরা।

শুভকামনা। সাইফুল ওয়াদুদ হেলাল ঢাকা, বাংলাদেশ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.