আমাদের কথা খুঁজে নিন

   

হলিক্রসের বিজ্ঞান উৎসবে

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

৩০ তারিখে গিয়েছিলাম হলিক্রস কলেজে। ওদের ৮ম বিজ্ঞান উৎসবের উদ্ভোধনী অনুষ্ঠানে। এ বছর একই দিনে ৩টি বিজ্ঞান উৎসব শুরু হয়েছে। রাজউক উত্তরা মডেল, নটরডেম কলেজে আর হলিক্রসে।

এর মধ্যে নটরডেম কলেজের স্যুভেনিরের জন্য একটি লেখা লিখেছি, যদিও দেরীর জন্য ছাপতে পারছে কী ন জানি না। আর সশরীরে হাজির ছিলাম হলিক্রসে। স্কুল কলেজের অনুষ্ঠানে দাওয়াত পেলে আমি যাই। কিছু সময়ের জন্য নিজের পুরোনো দিনগুলোতে ফেরৎ যাওয়া যায় আর এক ঝাক নতুন সম্ভাবনা দেখতে পাই। মনে সাহস আসে, বুঝি ‘হয়েছে দেরী, তবে যায়নি সময়’।

এখনো এদেশের পাল্টে যাওয়ার সুযোগ আছে, এ দেশ অবশ্য পাল্টাবে। আমি, এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম, প্রাণের ফারহান (??) আর ইব্রাহিম স্যার। বাইরের লোক আমরাই। কথা বলতে উঠে আমি বলছিলাম নেটওয়ার্কিং এর কথা। জানতে চেয়েছিলাম কতোজনের ফেসবুক একাউন্ট আছে।

হাত বেশি ওঠেনি, মনে হয় ম্যাডামদের ভয়ে! বলেছি নিজেকে মুক্ত করতে হলে আসলে যুক্ত হতে হবে আগে। কেবল তথ্যের মহাসোপানে যুক্ত হলে হবে না, যুক্ত হতে হবে মানুষের সঙ্গেও। জুকারবাগের গল্পটা বলেছি, বলেছি কেমন করে জুকারবার্গ ক্লাশের সবাইকে নিয়ে একটি কোর্সে ভাল করেছে। বলেছি ইচ্ছে করলে কতো সহজে আমরা সমাজের জন্য, দেশের জন্য নিজেকে তৈরি করতে পারি। ইব্রাহিম স্যারও প্রায় একই কথা বললেন।

বললেন, ইন্টারনেট তোমাদের প্রাণভোমড়া। তার সঙ্গে যুক্ত হও। উইকিপিডিয়ার কথা বলে বললেন মুক্ত দর্শনের কথা, ওপেন সোর্সের কথা। আর মুসা বললো, তার কথা ‘যদি লক্ষ্য থাকে স্থির, হৃদয়ে বিশ্বাস আর লক্ষ্যপূরণে একাগ্রতা, তাহলে এভারেস্ট তো এভারেস্ট জয় করা যায় যে কোন কিছুই। কলেজের নতুন অডিটোরিয়ামে আমার এই প্রথম যাওয়া, যদিও প্রতিবছরই অন্তত এতবার আমার এ কলেজে যাওয়া হয়।

কলেজের নতুন অডিটরিয়ামটি খুবই সুন্দর হয়েছে। আমার মনে হয়েছে আহা যদি আমাদের সব শিক্ষা প্রতিষ্ঠানে এমন জায়গা থাকতো! ১০টি কলেজের শিক্ষার্থীরা ঐ উৎসবে, নানা রকম অলিম্পিয়াডে যোগ দেবে। গণিত ছাড়াও এস্ট্রোনমি, বিজ্ঞান অলিম্পিয়াডও হবে। আছে আরো কিছু। নটরডেম আর রাজউক উত্তরা মডেলেও নিশ্চয় এমন নানান আয়োজন।

সবার সেকেন্ড ডিয়ারেন্সিয়াল নেগেটিভ হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।