আমাদের কথা খুঁজে নিন

   

এইবার নিশ্চিত হইলাম যে পূর্বপুরুষ গোলাম আছিলো

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

ঈদের ছুটিতে বুয়া বাড়ি গিয়া লম্বা একটা বেড়ান দিলে টের পাইলাম যে আসলে বুয়ার কাজ আমি ভালই করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে মনে হইছে বুয়ার চাইতে অনেক ভালো পারি। যেমন ধরেন থালাবাসন ধোয়া, বেশ যত্ন কইরা ধুইছি এবং ঝকঝকে তকতকে করে ফেলছি। ফ্লোরে এক বিন্দু ময়লাও খুইজা পাইবেন না। এমনভাবে ঘসছি।

এসব করার আমার পূর্ব অভিজ্ঞতা নাই, কেকা ফেরদৌসীর হাউ টু ক্লিন ইউর আন্ডি টাইপের কোনো শর্টকোর্সও করি নাই। তারপরেও আমি যে বুয়া হিসাবে সাফল্য অর্জন করেছি এর একমাত্র কারণ হইতে পারে আমার পূর্বপুরুষ গোলামের জাত ছিলো। আজকা বুয়া আইছে। ঘর ঝাড়ু দিতে না পাইরা হাতপা কেমন যেন করতেছে। কারো বাসায় যদি বুয়া লাগে, আমারে পার্টটাইম নিয়োগ দিতে পারেন।

এক ঘন্টায় গ্যারান্টি সহকারে আপনার বাসা পরিষ্কার কইরা দিমু। বেতনও বেশি দেয়া লাগবে না। বিবেচনা কইরা দেখার অনুরোধ রইলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.