আমাদের কথা খুঁজে নিন

   

যেইদিন আমার ম্যালা ট্যাকা হইবো, সেইদিন আমি প্রধানমন্ত্রীরে একটা হেলিকপ্টার কিন্না দিমু

ইহা একটি তেলাপোকা ব্লগ, ম্যালাদিন ধইরা টিকা আছে, তেলাপোকার মত।
আগে বিডিনিউ২৪ ডট কমের খবর টা দয়া করে একবার পড়ুন প্রধানমন্ত্রীর অভ্যর্থনা, জনগণের নাভিশ্বাস বিশ্বনেত্রী ইউএসএ থেকে জন্মদিন পালন করে দেশে ফিরলেন, ১০২ জনের বিশাল দলের উদ্দেশ্য তাহলে জন্মদিন পালন ছিল! আরে ভাই, আপনের বার্থডেতে আপনি সাত আটজন বন্ধু বান্ধব দাওয়াত দেন না? আর উনি তো প্রধানমন্ত্রী, বিশ্বনেত্রী, উনি ১০২ জন তো কমই নিছে। আর আমি শালা বোকা গাধা এইটা এত দিনে বুঝলাম। আর জন্মদিন পালনের ফাঁক ফোকরে "এক হাতে তালি বাজে না" এই অমর বাণী প্রদান করে পাবনার ডিসি, ইউএনও আর এসপি কে বদলী করিয়েছেন , জাতিসংঘে ভাষণ দিয়েছেন, শিশুমৃত্যুর হার কমিয়েছেন, এমডিজি নামক একখান স্বপ্ন বাস্তবায়ন নাকি অলরেডি কইরা ফেলছেন, এ তো বাংলাদেশের জনগনের জন্য বিশাল এক পাওয়া। এই জন্য কুত্তালীগ(ছাত্রলীগ) আর যুবলীগের নেতারা বিকেলে থেকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবার জন্য এয়ারপোর্টের সামনের রাস্তায় অবস্থান নেন।

পরে পুলিশের অনুরোধ তারা রাস্তার দুপাশে সারি বেধে দাঁড়ান। খবর বিডিনিউজ ২৪ ডট কম এর প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা: সড়কে শৃঙ্খলায় মাইকিং আমি সন্ধ্যার সময় শাহবাগ থেকে বাসে উঠলাম সাভার যাব বলে। বিধি বাম। সাড়ে তিন ঘন্টা একচুলও আগায় নি বাস। রাত সাড়ে আটটা পর্যন্ত থেমে থাকা বাসে বসে রইলাম শাহবাগেই।

অন্য রোড দিয়ে যাব? উপায় ছিল না মিরপুর রোডও ব্লক করা ছিল। প্রধানমন্ত্রীর প্লেন ল্যান্ড করে সন্ধ্যা সাড়ে সাতটায়। অথচ আর তার ঘন্টাখানেক আগে থেকেই এয়ারপোর্ট থেকে ধানমন্ডি পর্যন্ত রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ রাখা হয়। এ অবস্থা চলে রাত সাড়ে আটটা পর্যন্ত। এই খবরটাও বিডিনিউজ ২৪ ডট কম এর প্রধানমন্ত্রীকে অভ্যর্থনার প্রস্তুতিতে সড়ক বন্ধ তীব্র গরম আর যানজটে অসহায় আমার চিৎকার করে কানতে ইচ্ছে করছিল।

মজা পাইলাম এইটা পড়ে। অভ্যর্থনায় না যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৪ ছাত্র বিতাড়িত বাসায় পৌঁছলাম রাত সাড়ে এগারটায়, যেখানে সন্ধ্যা সাতটার আগেই বাসায় আসার কথা। পাক্কা সাড়ে পাঁচ ঘন্টা লাগল। বাসায় এসে দেখি কারেন্ট নাই। আব্বার কাছে শুনলাম সন্ধ্যা থেকেই নাকি নাই।

পানি শেষ হয়ে যাওয়ায় মোটরটাও ছাড়া যাচ্ছিল না কারেন্ট নেই বলে। গোসল করার আর কি দরকার? সন্ধ্যা থেকেই তো ঘামে গোসল হয়ে গেছি। সাভারের যে কি বেহাল অবস্থা সেইটা তো পরশুদিনের প্রথম আলোতেই দেখছেন সবাই, আর কিছু বলার নাই, উন্নয়নের জোয়ারে ভাইসা যাইতেছি। খালি একটা উদাহরণ দেই, প্রায় পঞ্চাশ গজ রাস্তায় হাঁটু পানি এখনো। রিকশায় কইরা পানি পার হইতে ১৫ টাকা লাগে।

বাকিটা বুইঝা লন। একটা বড় ভুল কইরা ফেলছি ভাই, জীবনের প্রথম ভোটটা আওয়ামী লীগ নামের কুত্তাদের দিছি। নিজেরে একশটা লাত্থি মারতে মন চাইতেছে। এর চাইতে "না" ভোট দিলেই ভাল হইতো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জন্মদিনের অভিনন্দন, আপনার নিরপত্তা এনশিওর করতে আমাদের মত জনগনের ক্ষুদ্র কষ্টের কোন মূল্য আপনার কাছে নেই।

তয়, ছোট চাকরী করি, তবু আমি কথা দিতেছি, চাকরী কইরা যেইদিন আমার ম্যালা ট্যাকা হইবো, সেইদিন আমি আপনেরে একটা হেলিকপ্টার কিন্না দিমু, আপনার বাসার উপ্রে একটা হেলিপ্যাডও বানায়া দিমু, উড়াল দিয়া যাইবেন। আপনে প্রধানমন্ত্রী মানুষ, মাটি দিয়া যাইবেন, এইডা কি হয়? দয়া কইরা এইভাবে আর রাস্তা আটকায়েন না। আল্লাহর দোহাই লাগে। আসেন সবাই চান্দা তুলা শুরু করি।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।