আমাদের কথা খুঁজে নিন

   

মেঘালয়ের কোল ঘেঁষে, প্রেমময় হাওড়ের দেশে

বোকারা ভাবে তারা চালাক, চালাকরা ভাবে তারা চালাক। আসলে সবাই বোকা। বোকার রাজ্যে আমাদের বসবাস

আগের দিন সকাল বেলার বৃষ্টির কথা মনে হল বারবার। আজও আকাশে মেঘের ঘনঘটা। সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডের একটি আবাসিক হোটেলের বারান্দায় দাঁড়িয়ে মনে মনে ভাবছে হাসিব।

গতকাল বৃষ্টি থাকায় সাথে আনা ক্যামেরায় তেমন সাটার চাপা হয় নাই। মনে মনে দোয়া করল আজ যেন গতকালের মত বৃষ্টি না হয়। সুনামগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ড হতে হিউম্যান হলারে করে রওনা দিল বৈঠাখালি বোট স্ট্যান্ডের উদ্দেশে। সেখান থেকে নৌকা পার হয়ে তাহিরপুরের উদ্দেশে আবার হিউম্যান হলারে করে ঘণ্টা দেড়েকের জার্নি শেষে এসে পৌঁছল প্রেমময় জলাধারের জনপদ টাঙ্গুয়ার হাওড়ে। এই যাত্রার সবচেয়ে ভালো লেগেছে ১০ ফিট চওড়া লম্বা ফিতার ন্যায় রাস্তা ধরে ছুটে চলা, যার হাতের ডানদিকে সারাক্ষণ রয়েছে মেঘালয় পাহাড়ের নয়নাভিরাম ভিউ।

হাসিবের মন উশখুশ করছে সাটার চাপার জন্য। রাস্তার মাঝপথে হিউম্যান হলার থামিয়ে মিনিট দুয়েকের জন্য সাটার চাপাল মনের সাধ পূরণ করে নিল দলের সবাই। দুইদিন আগে ঢাকা থেকে শ্যামলী পরিবহনের বাসে করে ২৪ জনের দল রওনা দেয় “ভ্রমন বাংলাদেশ” আয়োজিত ইভেন্ট “হাওড় ও চায়ের দেশে”র উদ্দেশে। পথে তাদের সাথে যোগ দেয় আরও চারজন। পরের দিন আরও চারজন যোগ দিলে বহরের ব্যাপ্তি ঘটে ৩২ জনের দলে।

প্রথম গন্তব্যস্থল শ্রীমঙ্গল। ভোররাত চারটা নাগাদ শ্রীমঙ্গল পৌঁছলে আগে থেকে বাবন ভাইয়ের ঠিক করে রাখা রেস্টহাউজে সবাই ব্যাস্ত হয়ে পরে রেস্টনিতে। সকাল ছয়টায় বের হতে হবে বলে সবাই চোখ মুদলো ক্ষণিকের জন্য ঘুমের রাজ্যে পাল মেলতে। সকালে বৃষ্টির শব্দে ঘুম ভাঙল। তুমুল বৃষ্টি হচ্ছে চারিধারে।

কি আর করা, রেস্টহাউজেই সবাই অপেক্ষা করেছে। বৃষ্টি কিছুটা ধরে এলে তারা বের হয় মাধবপুর লেক, ন্যাশনাল চা বাগান আর লাউয়াছড়া ন্যাশনাল পার্কের উদ্দেশে। গতকাল ভালই লেগেছে স্পটগুলো ঘুরে। কিন্তু দুঃখ তেমন একটা ছবি তুলতে পারে নাই। মাধবপুর লেকের স্বচ্ছ ছবি, ন্যাশনাল চা বাগানের নয়ন জুড়ানো চা গাছগুলো, লাউয়াছড়া সংরক্ষিত বনের পথ ধরে হেঁটে যাওয়া।

এখন দেখা যাক হাওড়ের যাত্রা কতটা আনন্দদায়ক হয়। কাল বাস জার্নিতে ভালই এনজয় হয়েছে। সবার গান, হাসি আড্ডায় গাড়ির ভেতর যেন আনন্দ উৎসব চলেছে। সাথে খাবার-দাবার আর চা-জলপান এর কথা হাসিব বলতে চায় না। সে সবসময় এই কাজে সবচেয়ে পেছানো ভ্রমণসাথী।

কিন্তু ভ্রমণ বাংলাদেশের প্রতিটা ট্রিপে খাবার-দাবার, আনন্দ আয়োজনের কোন কমতি থাকে না। দুপুর বারোটা নাগাদ সবাই তাহিরপুর পৌঁছলে আগে থেকে ঠিক করে রাখা স্যালো ইঞ্জিন নৌকায় করে দলের ৩২ জনকে নিয়ে শুরু হল দেশের ২য় রামসার জলাধার “টাংগুয়ার হাওর” এর উদ্দেশে যাত্রা। আহ চারদিকে পানি, তার বুক চিরে চলেছে আমাদের জলযান। পানির এমন অপরুপ রূপ চোখকে দ্বিধান্বিত করে, মনকে উদাসী করে। হাসিবের চঞ্চল মন গেয়ে ওঠে, “আমার মন মজাইয়ারে, দিল মজাইয়া বন্ধে নিজের দেশে যায়...” এমন প্রকৃতির রূপ দেখেইতো প্রেমরসে সিক্ত বাঊল শাহ আবদুল করিমের অনন্য অমর সৃষ্টি গানগুলো।

তাই চাপা স্বভাবের সাদাসিধে হাসিবের মনে উথলে উঠে প্রেম রসের চোরা ঝর্ণা ধারা। আর এই আবেগের চাপা উচ্ছ্বাস প্রতিফলিত হল তার সেলুলয়েডে বন্দী প্রেমময় টাংগুয়ার হাওরের রূপে। খনিজ সম্পদের বিশেষ করে কয়লার কল্যাণে সুপরিচিত টেকেরঘাট যত কাছে আসছিলো, হাসিবের মন ততই উচ্ছ্বসিত হচ্ছিলো মেঘালয় পাহাড়ের রূপ দেখে। মেঘের মিতালীতে স্নাত মেঘালয়য়ের পাদদেশ ঘেঁষে টাংগুয়ার হাওরের শেষাংশের স্বচ্ছ নীল জলরাশি, সাথে সূর্যাস্তের কাঁচাসোনা রোদ। ক্যামেরায় তোলা ছবির ডিসপ্লে তাই বলে।

পুরোটা পথ হাসি-গল্প-আড্ডায় কাটিয়ে গোধূলিলগ্নে যখন টেকেরহাটে সবাই নামলো, তখন সবার মুখে একটি বাক্যই ছিল, “ওয়াও”। হাতছোঁওয়া ব্যাবধানে অদ্ভুত মায়া জড়িয়ে দাঁড়িয়ে আছে মেঘালয় পাহাড়। হাসিব এখন দোটানায় আছে। কোথায় কাটাবে রাত। গ্রুপ থেকে ঠিক করা হয়েছে মেয়েরা সবাই এবোঞ ছেলেরা অল্প কয়েকজন গেস্ট হাঊজে থাকবে বাকীরা ইঞ্জিন নৌকায় কাটাবে।

কোনটা বেটার চয়েজ হাসিব ঠিক করতে পারছেনা। রাতের খাবার শেষ করে ঠিক করল সে নৌকায় রাত কাটাবে। যদিও স্থানীয় চেয়ারম্যানের পরিচালিত প্রাইভেট রেস্ট হাঊজটি ভালো এবং নিরাপদ। কিন্তু আকাশে অষ্টমীর চাঁদ, তার মাঝে মেঘেদের দল বেঁধে ছুটে চলা। তাই মন আর মানে না।

রাত সাড়ে দশটার পরে নৌকায় চলে এলো। সারা রাত আড্ডা, গান, খুনসুটি করে সবাই মিলে কাটিয়ে দিল। “আমার সারাটা রাত, মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শেষরাতের জোছনাটুকু চেয়ে নিলাম...” পরদিন সকালে সবাই মিলে গেল “বারেক টিলা” দেখতে। যদিও খুব অল্প সময় সেখানে সবাই ছিল, কিন্তু প্রকৃতির রূপ দেখে মুগ্ধ সবাই। হাসিবের মনে পড়ল নীলগিরির কথা।

নীলগিরিতে যেমন ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতে মন চায়, এখানটায়ও তেমনই অনুভূতি। টিলার অনেক নীচে স্বচ্ছ পানির যাদুকাটা নদীর হাঁটু পানিতে স্থানীয় জেলেরা মাছ ধরছে, নদীর দুই পাড়ে নুড়িবালি ছড়ীয়ে রয়েছে। সূর্যের আলোতে তা চিকচিক করছে। আর টিলার পেছনে নদীর ওপারে সারি দিয়ে দাঁড়িয়ে আছে মায়াবিনী মেঘালয়, যার আঁচলে সদা খেলা করে রূপের রাগিণীরা। হাসিবদের দলটি বেলা দশটায় টেকেরঘাট হতে ফিরতি জার্নি শুরু করে সুনামগঞ্জ পৌছলো বেলা আড়াইটার পরে।

এই সাড়ে চার ঘণ্টা রোদে বার্ন হয়ে বালক বালক চেহারার হাসিবের মুখমণ্ডল লাল হয়ে উঠলো। তিনটার গাড়ীতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাত ১১টার কিছু আগে তারা পৌছায় পুরনো ডেড়া ঢাকা শহরে, সাথে করে নিয়ে এলো মেঘালয়ের কোল ঘেঁষে, প্রেমময় হাওড়ের দেশে অতিবাহিত করা সময়গুলোর স্মৃতিতুকু।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।