আমাদের কথা খুঁজে নিন

   

সাত্যিই আজ হাছন রাজা যেন মাটির পিঞ্জিরায় বন্ধি

নাজমুল ইসলাম মকবুল

সাত্যিই আজ হাছন রাজা যেন মাটির পিঞ্জিরায় বন্ধি নাহলে তার রামপাশার বাড়ীর এমন দশা হতো কী? নাজমুল ইসলাম মকবুল : লোকে বলে বলেরে ঘর বাড়ী ভালা নায় আমার, কী ঘর বানাইমু আমি শূণ্যেরও মাঝার লোকে বলে বলেরে ঘর বাড়ী ভালা নায় আমার, আগে যদি জানতো হাছন বাঁচবো কত দিন, বানাইতো দালান কোটা করিয়া রঙিন, লোকে বলে বলেরে ঘর বাড়ী ভালা নায় আমার কালজয়ী এই গানসহ অগণিত গানের অমর স্রষ্টা বিশ্বখ্যাত মরমী কবি হাছন রাজা। এই হাছন রাজাই সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামে জীবন যৌবনের গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করেন। বাংলার মরর্মী কবি হিসেবে হাছন রাজার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। জমিদার হাছন রাজার পরিবারের বিশাল ভূ-সম্পত্তি এখনও বিশ্বনাথের রামপাশায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু রামপাশার হাছন রাজার সেই ঐতিহ্যবাহী বিশাল বাড়ীটি এখন অযতেœ অবেহেলায় ধ্বংসের দারপ্রান্তে।

এছাড়া বাড়ীর সামনে বিশাল দীঘিটিরও অবস্থাও এখন করুন। এক সময়ের ব্যস্ততম ও মনোরম বাড়ী ও দীঘি এখন যেন শূণ্যতায় খা খা করছে। অযন্ত অবহেলায় ও তদারকির অভাবে হাছন রাজার বাড়ীটির এমন অবস্থা হয়েছে যে, যে কোন সময় বাড়ীটি ধ্বসে গিয়ে বিশ্বনাথের রামপাশায় হাছন রাজার শেষ স্মৃতিচিহ্নটুকুও মুছে যাবার আশংকা করা হচ্ছে। এছাড়া অবৈধ দখলদাররাও বিশাল দীঘি ও বাড়ীর আশপাশ দখল করতে উটে পড়ে লেগেছে বলে জানা গেছে। রনাবেনের অভাবে রাতের আধারে এখানে বখাটে ও নেশাখুরেরা দলবদ্ধভাবে জুয়া ও মদ গাজা সেবনসহ নানা ধরনের অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হওয়ারও খবর পাওয়া গেছে।

তবুও শত শত সাহিত্যপ্রেমি ও সঙ্গীতসাধকেরা এখনও বাড়ীটি একনজর দেখার জন্য দূর দূরান্ত থেকে রামপাশায় আসতে দেখা যায়। কিন্তু তারা এসে দেখেন একটি জরাজীর্ণ ভঙ্গুর পাকা বাড়ী কালের স্বাী দাড়িয়ে আছে। বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ইচ্ছে করলে এই ঐতিহাসিক স্থানটি একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারেন। নির্মাণ করতে পারেন হাছন রাজা জাদুগর, লাইব্রেরী ও অডিটরিয়াম। যেখানে বসতে পারে হাছন রাজার জীবদ্দশায় যে ধরনের কবি সাহিত্যিক ও সঙ্গীত সাধকের মিলনমেলা হতো সেই ধরনের মিলনমেলা।

পরিতাপের বিষয় হাছন রাজার বাড়ীর সামনের বিশাল দীঘিতে ময়লা আবর্জনা ফেলে নোংরা করে রাখা হয়েছে। মরমী কবি হাছন রাজা যে ঐতিহাসিক দীঘি খনন করেছিলেন এতদাঞ্চলের হাজারো জনসাধারনের পানিয় জলের অভাব দুর করণের জন্য এবং ঐতিহ্যবাহী বাড়িটির সৌন্দর্য বর্ধনের জন্য তা আজ নিরভে নিভৃত্তে যেন কান্দে আর হাছন রাজার সেই বিখ্যাত গানের কলিটি স্মরণ করিয়ে দেয় ‘‘মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে, কান্দে হাছন রাজার মন মইনারে। ’’ সাত্যিই আজ হাছন রাজা যেন মাটির পিঞ্জিরায় বন্ধি। নাহলে তার বাড়ীর এমন দশা হতো কী? নাজমুল ইসলাম মকবুল মোবাঃ ০১৭১৮৫০৮১২২

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.