আমাদের কথা খুঁজে নিন

   

আঁবছা চাঁদের স্বপ্নে আসে শ্যাম বালিকা

বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি

পূব জানালার কালো আকাশে প্রথম রাতের এক চিলতে চাঁদ আবছা আলোয় ধরা পড়ে অল্প বিস্তর ভাসমান মেঘের ছাপ মোহনীয় চাঁদের বুকে হালকা কিছু কালচে দাগ রাতের আকাশ কাঁপিয়ে দেয় চাঁদের বুকে তোমার অবয়ব। আমার চিত্রপটে তোমার দেয়া ক্ষতগুলো এখনো সেরে ওঠেনি তোমার মনেও কি জমা হয়নি কিছু অনুরাগ ? অবসরে কি ভূল করে স্মৃতিকাতরতার পুরনো ঘ্রাণ? যখন আমি ছিলাম কায়া , আর তুমি ছিলে আমার মায়া। আজ আমার ব্যর্থ দিনে রূপকথা অস্বীকার করে তুমি ব্যস্ত আছ দিব্যি স্বপ্নসিঁড়ি সাজাতে, অদ্ভুত ব্যস্ততা.. নিঃশব্দ রাতের ছায়াপথে ধ্রুবতারা বড় একা । তবে হঠ্যাত্ তোমার মায়া মুথে আমি কষ্ট দেখি কেন? তোমার চোখে স্বপ্ন দেখি কেন ? সংশয় মাখা অর্ধ স্বপ্ন ! চাঁদের পাশে ইঞ্চি চারেক রূপালী আলো , তোমার আগন্তুকগুলো, অমাবশ্যায় মায়ামাখা চাঁদ থাকবে না বিরাট আকাশে থাকবে না তোমার পাগল করা শ্যামল আলো, তোমার ক্ষণিকের মানুষগুলো, রূপ আগুন নিভে গেলে আগন্তুকরা ফিরে যাবে নিজ গৃহে। অন্ধকারে হূদয়ের সূঁতো কেটে কেটে দুঃখজাল বুনে যাব আমি যৌবন চাঁদের আলোয় আজও যেমন করি কষ্টমাখা মাতলামি, আমি চাই না আশ্বিন আকাশে-পাগল করা চাঁদের ঢেউ শান্ত বাতাসে, চাঁদ দেখলে তোমায় দেখি, তারপর তোমার মায়ার ভেলায় ভাসি তাই চাঁদহীন রাতের অপেক্ষায় এখন অন্ধকার ভালোবাসি তোমাকে দেখিনা , যন্ত্রণারা আসে না, নির্জনে শুধু ভাবি.. আমার অতীতকে, তোমার অতীতকে,অতীতের স্মৃতিকে পুরনো সময়কে,হারিয়ে যাওয়া চাঁদকে,হারিয়ে যাওয়া তোমাকে । সেই চাঁদে সুথ ছিল, এই চাঁদে ব্যথা সেই চাঁদে স্বপ্ন ছিল, এই চাঁদে শূণ্যতা সিলভার চাঁদে জীবনটা দুঃখজালে গাঁথা। ফিরে আসো শ্যাম বালিকা-চাঁদের বুড়ি হয়ে, নিশিতে এসো সজ্জা ছাড়াই অন্ধকারের পেত্নী হয়ে, আমি হারিয়ে যাব তোমার সাথে অচিনপুরে সাগড়ের উত্তাল গর্জনে, সন্ধ্যার নির্জন বেলাভূমে পাহাড়ী চাঁদের বন্যায়, জ্যোস্নার বুনো প্লাবনে , রিমঝিম বৃষ্টিতে , অঝোর ঝর্ণা ধারায় কিংবা মিষ্টি কোন অন্ধকারের রূপনগরে। -ডন আলীম / সেপ্টেম্বর ২৮, ২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.