আমাদের কথা খুঁজে নিন

   

ইভটিজিং : বিশ্বনাথে দুই জন গ্রেফতার

আমি কেমনে তারে দেখি, তারই কাছে যাইতাম উইড়া- হইতাম যদি পাখি। । তার লাগিয়া পরান কাঁন্দে- জলে ভেজে আখি, কাছে পাইলে রাখতাম বুকে- করতাম মাখামাখি। । তার কারনে সব হারাইলাম- আর নাই কিছু বাকি, শায়খ বেধা পাখির মত- একা পড়ে থাকি।

। কেন এত পাষান সেযে- দেয় যে শুধুই

বিশ্বনাথ প্রতিনিধি সেলিম খান উপজেলার উত্তর বিশ্বনাথ দ্বিপক্ষীয় উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করায় শনিবার দুই বখাটেকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তারা হচ্ছে সিলেট সদর উপজেলার মিরপুর গ্রামের আখতার হোসেন ও বাদশা মিয়া। বৃহস্পতিবার স্কুল ছুটির পর অষ্টম শ্রেণীর ছাত্রীরা বাড়ি ফেরার পথে হাজারীগাঁওয়ের দক্ষিণে ৮-১০ জনের একদল বখাটে যুবক তাদের জাপটে ধরে। এ সময় ছাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে।

ঘটনার পরদিন রাতে স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে মিরপুর গ্রামের ৬ বখাটের নামে বিশ্বনাথ থানায় মামলা করেন। শনিবার এলাকাবাসী আসামিদের পুলিশে দেয়। পুলিশের দক্ষিণ সার্কেল এএসপি মিলু মিয়া বিশ্বাস জানান, তিনি ওই স্কুলে আয়োজিত সমাবেশে উপস্থিতসহ ঘটনাস্থল পিরিদর্শন করেছেন। তিনি এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.