আমাদের কথা খুঁজে নিন

   

চিত্র শিল্পী হিটলার। হিটলারকে অন্যভাবে দেখুন।

http://www.facebook.com/Kobitar.Khata
সবগুলো ছবি হিটলারের হাতে আঁকা। হিটলার সম্পর্কে আরো জানতে ব্লগের নিচের দিকে যেতে হবে। রাম যদি হেরে যেত রামায়ন লেখা হত রাবন দেবতা হত সেখানে। ইতিহাসে পরাজিতদের কোনস্থান নেই। পরাজিত হলেই সে কুখ্যাত ব্যাক্তি।

এটাই হলো ইতিহাসের বাস্তব সত্য। এডলফ হিটলার। যাকে বলা হয় ইতিহাসের সবচে কুখ্যাত ব্যাক্তি। তার সম্পর্কে বই পত্রে আমরা শুধু খারাপ খারাপ কথাই শুনে থাকি। অথচ তাকে যারা ভিলেন বানিয়েছে ব্যাক্তি জীবনে সে তাদের থেকে হাজারগুণ বেশী গুনি ছিলেন।

সে যদি জয়ী হত তবে তাকে আমরা পৃথিবী জয় করা মহান ব্যাক্তি হিসেবেই চিনতাম। হিটলার এমন একজন ব্যাক্তি ছিলেন যিনি কখনো মদ খেতেন না, যিনি ছিলেন একজন চিত্র শিল্পী। তার পথ চলা কখনো ফুল বিছানো পথে হয়নি। খুব সাধরণ অবস্থা থেকে নিজের যোগ্যতায় সে ''হিটলার'' হয়ে উঠেছিল। আজ ব্লগে ''শৈল্পিক ভাবনা'' শিশুদের অনেক অনেক ভালবাসতেন মহান নেতা এডলফ হিটলার।

অজানা সেই ইতিহাস নিয়ে লেখাটি পড়ে অনুপ্রাণিত হয়ে লেখাটি লিখলাম। আরো জানতে এখানে ক্লিক করুন। আডল্‌ফ হিটলার
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।