আমাদের কথা খুঁজে নিন

   

স্থীর চিত্র

অনেক বেশি আধুনিক হয়ে উঠা।এখন আর হাতে হাত রেখে কথা হয় না, চুল ধরা হয় না, ভালোবাসার দু দণ্ড কথা হয় না, স্পর্শ পেয়ে কেঁপে উঠা হয় না অথবা কানে কানে ভালোবাসার কথা বলা হয়ে উঠে না। অনেক আগেই হারিয়েছি নিজস্ব সম্পদ কে! তাই হঠাত মনে পড়লে কম্পিউটার এ জমিয়ে রাখা স্থীর চিত্র দেখি আর কার্সর দিয়ে ছুঁয়ে দেই চুল , নাক , গাল সব। কে জানতো এমনি কপাল ছিলো? মুখবই ( ফেসবুক) এ সবাই আপন জনকে খুজে পায় হয়তো সেটা পুরনো প্রেমিক ,প্রেমিকা বা হারিয়ে যাওয়া কোন বন্ধু। কে না জানে সবারি আছে মুখবই ! কিন্তু আমার যাকে দরকার তাকে খু্জে পাই না। আজকাল গুগল সার্চ ও স্বার্থপর যা দরকার তা খুজে দেয় না। যাকে দরকার তাকেও খুজে দেয় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।