আমাদের কথা খুঁজে নিন

   

নষ্টালজিয়াঃ আপনাদের কি মনে পরে রেডিও-ক্যাসেটের কথা?

দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...
হঠাৎ করে বাকসো হতে ক্যাসেট প্লেয়ারটা বের করলাম। আমার ৬ বছরের ভাগিনা সাব্বির এটা দেখে বলল- মামা এই স্পিকারটা এতো দিন কোথায় ছিলো? আমি বুঝতে পারলাম সমস্যটা কোথায়। অর্থাৎ সে কোনদিন ক্যাসেট প্লেয়ার দেখে নাই। আশ্চার্য হয়ে বললাম- এটা স্পিকার না এটা ক্যাসেট প্লেয়ার। এটা দিয়ে গান শোনা যায়।

আমি তখন একটা টেপ(ক্যাসেট) ডুকিয়ে সুইচ টিপলাম। তখন সে মুগ্ধ হয়ে গান শুনতে লাগলো। এখন অনেক ছোট বাচ্চারাই ক্যাসেট ও রেডিও কি জিনিস জানে না। কারণ রেডিও ক্যাসেটের জায়গান সিডি, ডিভিডি ও কম্পিউটার, আইপড, এমপি-৩, এমপি-৪, মোবাইল ইত্যাদি। সম্মানিত ব্লগার ভাইয়েরা আপনাদের ‍কি মনে পরে রেডিও ও ক্যাসেটের কথা।

যা ছিল কয়েক বছর আগের এটা বহুল প্রচলিত বিনোদনের জনপ্রিয় মাধ্যম।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।